বাংলা নিউজ > বায়োস্কোপ > বড় মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, কী বললেন সুস্মিতা সেন?

বড় মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, কী বললেন সুস্মিতা সেন?

রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক নিয়ে মুখ খুললেন সুস্মিতা (ছবি টুইটার)

অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুস্মিতা সেনের কন্যা রেনে সেন। কবীর খুরানার ওয়েব ফিল্ম ‘সট্টাবাজ়ি’তে দেখা যাবে তাঁকে।

বড় মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ভক্তদের জানান দিয়ে পোস্ট করলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

অভিনেত্রী নিজের পেজে রেনের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করে জানান, ‘দয়া করে শুনুন, আমার মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনও বোকা লোকে হ্যাক করেছে। যাঁরা বুঝতে পারছে না রেনে নতুনটা পেয়ে আরও খুশি হয়েছে!! আমি দুঃখিত সেই ব্যক্তির জন্য!! পোস্ট করে সকলকে জানিয়ে রাখছি!!! আমি তোমাদের ভালবাসি বন্ধুরা!!’

অভিনেত্রীর ভক্তরা অবশ্য জানিয়েছেন পুলিশে রিপোর্ট করতে। কেউ কেউ আবার অন্যান্য উপায় বলেছেন। 

সুস্মিতার দুই দত্তক কন্যার মধ্যে বড় রেনে। ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। এক দশক পর ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন প্রাক্তন মিস ইউনিভার্স। দুই মেয়ে এবং প্রেমিক রোমান শালকে নিয়েই সুস্মিতার পরিবার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান মুহূর্ত হামেশাই মেলে ধরেন নায়িকা। 

প্রসঙ্গত, অভিনয় শীঘ্রই জগতে পা রাখতে চলেছেন সুস্মিতা কন্যা রেনে সেন। কবীর খুরানার ওয়েব ফিল্ম ‘সট্টাবাজ়ি’তে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শর্ট ফিল্মের ট্রেলার রিলিজ করেছে। রেনেকে দেখা যাচ্ছে ১৯-বছর বয়সী একটি মেয়ে দিয়া কুমারের চরিত্রে অভিনয় করতে। যে লকডাউনে তাঁর পরিবারের সঙ্গে ঘরবন্দি। অন্যদিকে সুস্মিতা সেনকে শেষবার ডিজনি প্লাস হটস্টারে আরিয়া সিরিজে দেখা গিয়েছে। 

বন্ধ করুন