বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তুমিই আমার শেষ’, ৭ মাসের মধ্যে দুই মেয়ের জন্ম দিয়ে নেটমাধ্যমে লিখলেন দেবিনা!

‘তুমিই আমার শেষ’, ৭ মাসের মধ্যে দুই মেয়ের জন্ম দিয়ে নেটমাধ্যমে লিখলেন দেবিনা!

দ্বিতীয় মেয়ের সঙ্গে দেবিনা। 

১১ নভেম্বর দ্বিতীয় কন্যার জন্ম দিয়েছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। প্রথম সন্তান হওয়ার ৭ মাসের মাথাতেই আসে দ্বিতীয়জন। ছোট মেয়ের প্রথম ছবি শেয়ার করলেন দেবিনা। 

চলতি মাসে একাধিকবার খবরে হেসেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। বড় সন্তানের বয়স মাত্র ৭ মাস, জন্ম এপ্রিলে। আর তার মাঝেই ১১ নভেম্বর দেন পরের সন্তান আসার খবর। তবে প্রি-ম্যাচিওর ডেলিভারির কারণে এই খুদেকে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল হাসপাতালে। গত সপ্তাহের শেষেই দেবিনা মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন। এবার সোশ্যাল মিডিয়ায় দিলেন ছোট মেয়ের ছবি।

ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের পোশাক পরে আছে দেবিনা, চুল খোলা, মুখে হালকা মেকআপ। কোলে সদ্যোজাত কন্যা, যার মুখ ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন। মেয়ের দিকে ভালোবাসা মাখা দৃষ্টি রেখে ছবির জন্য পোজ দিয়েছেন দেবিনা।

এমা রবিনসনের কবিতার কিছু লাইন কোট করেছেন তিনি এই ছবিতে, যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমার দ্বিতীয় সন্তান, তুমি আমার প্রথম নও, এটাই একমাত্র সত্যি। তোমাকে ভালোবাসার আগে আরেকজনকে ভালোবেসেছি। এখন আমি একদম আলাদা মা, অনেক শান্ত-আত্মবিশ্বাসী। তুমি আসায় আরও একটা দিক খুলে গিয়েছে। দুই সন্তানের আমার নজর দরকার। প্রথমবার আমি খুব উত্তেজিত ছিলাম, এবার অনেক ধীর। তোমার ‘প্রথম’ আমার জন্য ‘শেষ’। শেষ হামাগুড়ি, শেষ যে আমার হাঁটুতে চড়বে। তুমি আমার প্রথম সন্তান নও, তবে আমার শেষ সন্তান। তোমার জন্যই আমি গাইব শেষ ঘুমপাড়ানি গান। আর এই ‘শেষ’ সবসময়ই খুব স্পেশাল।’

২০০৮ সালে রামায়ণের সেটে প্রথম আলাপ দেবিনা আর গুরমিতের। তারপর ২০১১ সালে দুজনে বিয়ে করেন। যদিও সেই খবর সকলের থেকেই লুকিয়ে রেখেছিলেন। ২০২১ সালে দেন মা হওয়ার খবর। সেই সময়ই দেবিনা জানিয়েছিলেন প্রেগন্যান্সি আসা নিয়ে নানা ধরনের সমস্যা ছিল, একসময় ভেবেছিলেন কখনও মা-ই হতে পারবেন না। এরপর ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম হয় মেয়ে লিয়ানার। তবে মেয়ে হওয়ার ৩ মাসের মাথাতেই খবর দেন দ্বিতীয় প্রেগন্যান্সির। যা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। এক ট্রোলারকে জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, ‘তাহলে আপনি কি চান আমি অ্যাবরশন করে নেই?’ দুই মেয়ে নিয়ে এখন দেবিনা-গুরমিতের ভরা সংসার।

 

বন্ধ করুন