সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার। সেখানে একাধিক অভিনেতা, অভিনেত্রীদের পোশাক নজর কেড়েছে সবার। আর তাঁদের অন্যতম হলেন দেবলীনা দত্ত। তিনি এদিন একটি সাদা গাউন পরেছিলেন যেখানে সাদা গোলাপের কাজ দেখা যায়।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা - প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
ফিল্মফেয়ারে দেবলীনার সাজ
এদিন দেবলীনা দত্ত সাদা গাউন পরে এসেছিলেন। আর এই গাউনের উপরের ভাগটা পুরোটাই সাদা নকল গোলাপের কাজে ঠাসা ছিল। কোমরের কাছে গোলাপ দিয়ে একটি বড় লাভ সাইন দেখা যায়। হাতে নেট পরেছিলেন তিনি। সেখানেও ছিল ছোট ছোট গোলাপ। এদিন এই সাজের সঙ্গে খোঁপা করেছিলেন দেবলীনা। তাতে সাদা রিং লাগিয়েছিলেন। পরেননি কোনও গয়না। গোটা গাউনটাই যেন তাঁর সাজকে সম্পূর্ণ করে তুলেছিল।
আরও পড়ুন: 'এবার আমি...' বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা আথিয়া! দাদু হওয়ার জল্পনা উসকে কী বললেন সুনীল শেট্টি?
কে কী বলছেন?
দেবলীনার এদিনের সাজ সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। অনেকেই তুমুল প্রশংসা করেছেন এই সাজের। এক ব্যক্তি লেখেন, 'একদম সিন্ড্রেলার মতো লাগছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনাকে।' কেউ আবার লেখেন, 'ঐশ্বরিক সৌন্দর্য বোধহয় একেই বলে।' তৃতীয় ব্যক্তির মতে, 'ঠিক যেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড।'
কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের নাকি দেবলীনার এই সাজ পছন্দ হয়নি। এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'এটা কি মেট গালার রেড কার্পেট নাকি! জঘন্য।' আরেকজন লেখেন, 'একদমই মানায়নি।'
দেবলীনার আগামী প্রজোক্ট
দেবলীনাকে আগামীতে নেগেটিভ ছবিতে দেখা যাবে। সেখান তাঁর সঙ্গে থাকবেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এটা তাঁদের জুটির প্রথম ছবি। নেগেটিভ ছবিটি পরিচালনা করেছেন বাপ্পা।