উস্কোখুস্কো কাঁচাপাকা চুল, একমুখ দাঁড়ি। সারা মুখে দগদগে ক্ষত। দেখলে শিউরে উঠতে হয়। এ কী অবস্থা দেবের! থুড়ি ইনি অবশ্য দেব নন, 'বাঘাযতীন'। টিজার মুক্তির পর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে সামনে আনা হল পর্দার 'বাঘাযতীন' দেবের নতুন লুক।
'বাঘাযতীন'-এর নতুন পোস্টারে ভয়ানক ক্ষত-বিক্ষত চেহারায় অদ্ভত শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর গানে মোটা চাদর ঢাকা। বাঘাযতীন রূপে দেবের এই লুকে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। শুধু দেবই নন, এমন মেকআপের জন্য মেকআপ শিল্পীর সোমনাথ কুণ্ডুরওও প্রশংসা করেছেন অনেকে।
এই ছবি প্রসঙ্গে দেব বলেন, ‘বাঘা যতীনে, আমি এমন একটি চরিত্র করার অবিশ্বাস্য সুযোগ পেয়েছি যিনি আমাদের অতীতের সাহসী মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন। উনি একটা বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধরেছিলেন। ব্রিটিশদের হাতে বন্দী হওয়া এড়াতে আমার চরিত্রটিও প্রতিরোধের শিখা জ্বালিয়ে দিয়েছিল। আমাদের ইতিহাসে এই অকথ্য অধ্যায়টি চিত্রিত করা এবং যাঁরা আমাদের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তাঁদের প্রতি প্রতি শ্রদ্ধা দেখানো।’
আরও পড়ুন-ভীষণ জ্বর, ডেঙ্গি হল নাকি? অনুরাগীদের প্রশ্নে মুখ খুললেন রুক্মিণী মৈত্র
আরও পড়ুন-রামকমলের পার্টিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইমনরা, আড্ডা জমল চূর্নী-রূপার!
আরও পড়ুন-রানের সঙ্গে ইতালিতে কোয়েল মল্লিক, ছেলে কবীর কোথায়? প্রশ্ন নেটপাড়ার
প্রসঙ্গত, ২০ অক্টোবর পুজোয় মুক্তি পেতে চলেছে অরূণ রায় পরিচালিত দেবের এই ছবি। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফে ছবির টিজার সামনে আনা হয়েছে। যেখানে বীর বিপ্লবী, সেই বাঘাযতীন হিসাবে একাধিক লুকে দেখা মিলেছে দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে, কখনও আবার ফ্যামিলি ম্যান বাঘাযতীন লুকে দেখা গিয়েছে দেবকে। আবার কখনও ধরা পড়েছেন সাধুবাবার বেশে। সবমিলিয়ে 'বাঘাযতীন'-এর টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।