আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, পুজোর সময় বাঘা যতীনের হাত ধরে গ্র্যান্ড সাকসেস পাওয়ার পর এখন দেবের লক্ষ্য কেবলই প্রধান। ছবি মুক্তির আর কয়েকদিন বাকি, তার আগেই জোরদার ভাবে শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। ধীরে ধীরে মুক্তি পাচ্ছে ছবি গান। এবার ছবি থেকে শুরু করে টলিউড বলিউডের তুলনা টেনে অনেক কথাই বললেন দেব।
বাংলা দর্শকদের নিয়ে কী বললেন দেব?
সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব কথা বলেছেন বাংলার দর্শকদের নিয়ে। সেখানে অভিনেতা সাফ সাফ জানিয়ে দিয়েছেন বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক একেবারেই আলাদা। আর সেখানেই তাঁর কথার সুরে কোথাও গিয়ে যেন মিল পাওয়া গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের কথার। কদিন আগেই পরম দাবি করেন যে বাংলার দর্শক অ্যানিম্যাল, জওয়ান দেখলেও সেই এক ছবি বাংলায় বানানো হলে তাঁরা দেখবেন না। এদিন দেবও তেমনই কিছু বললেন।
আরও পড়ুন: দ্বিতীয় সন্তান আসতে না আসতেই স্যালোঁ ছুটলেন শুভশ্রী! শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে নাকি
দেবের কথায়, 'আমি দায়িত্ব নিয়ে বলছি, জানি অনেকেই অনেক কথা বলবেন, তবুও বলছি, বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক কিন্তু এক নয়। বাংলার দর্শক অ্যানিম্যাল দেখবে, জওয়ান দেখবে কিন্তু সেখানেই আমরা যখন নতুন কিছু করতে যাব, ধরা যাক জিৎদার মানুষের কথা, তখনই ওঁদের মনে হবে এটা আমাদের সংস্কৃতি নয়। যখনই আমরা লাউড বা ওভার দ্য টপ কিছু করি তখনই তাঁদের মনে হয় এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা যখন ব্যোমকেশ করি, ছবিটা ভালো ব্যবসা করেছে। কিন্তু আরও ভালো হলে ভালো হতো। বাঘা যতীন যেমন অনেকের ভালো লেগেছে। আবার কারও লাগেনি। ফলে এটা একটা দ্বন্দ্ব। আমার তাই মনে হয় বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক আলাদা।'
আরও পড়ুন: 'বিদায় নিলাম...' গাঁটছড়া শেষ হতেই মন খারাপ শ্রীমার, বিশেষ বান্ধবীর পোস্টে কী লিখলেন ইন্দ্রনীল?
তিনি এদিন আরও জানান, প্রধান ছবিতে পুলিশ অফিসারদের যেমন দেখানো হয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের মিল আছে। এটা একটা রিয়েলিস্টিক ছবি বলেও দাবি করেন। তাঁর কথায় ছবিতে এমন পুলিশ অফিসারের এমন রূপ দেখা যাবে যাঁরা সত্যিই মানুষের সাহায্য করেন। বা যাঁদের দেখে মানুষের মনে হবে এমনটা হলে ভালো হয়।
প্রধান প্রসঙ্গে
এই বছর দেবের এটি তৃতীয় ছবি। এর আগে তাঁর ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং বাঘা যতীন দুটোই দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। এবার পালা প্রধানের। এটার সঙ্গে বক্স অফিসে টক্কর হবে শাহরুখের ডাঙ্কি, প্রভাসের সালার এবং মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালার সঙ্গে। বড়দিনের ঠিক আছে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। দেবকে এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে, তাঁর বিপরীতে রুমির চরিত্রে আছেন সৌমিতৃষা কুণ্ডু। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ।