ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য যুবেন্দ্র চাহাল মাঝে মধ্যেই চর্চায় উঠে আসেন। যদিও তিনি এবারের বিশ্বকাপের দলে ছিলেন না। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ দলেও ছিলেন না তিনি। পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ODI সিরিজে দলে জায়গা পেলেও এগারো জনের মধ্যে ছিলেন না। কেরিয়ারের উপর দিয়ে যতই ঝড়ঝাপটা যাক না কেন, ব্যক্তিগত জীবনে তাঁরা অর্থাৎ যুবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ভালোই আছেন। সদ্যই তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী গেল। তাঁদের এই বিশেষ দিনটিতে তাঁদের রীতিমত মজা করে, নেচে, রিল বানিয়ে কাটাতে দেখা গেল।
ধনশ্রী-চাহালের বিবাহবার্ষিকী
যুবেন্দ্র চাহালের স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা। তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। হামেশাই তাঁদের রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায়। তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিনও তার অন্যথা হল না। এদিনও তাঁরা নেচে সেই ভিডিয়ো রিল হিসেবে পোস্ট করলেন। তাঁদের এদিন জনপ্রিয় পঞ্জাবি গান গাল বন জায়েতে নাচতে দেখা যায়।
আরও পড়ুন: 'আমাদের ভবিষৎ উজ্জ্বল', মেনুকা-পীযূষের ডুয়েটে মুগ্ধ শ্রেয়া, তুলনা টানলেন লতা-রফির সঙ্গে!
আরও পড়ুন: ক্যামেরার সামনেই স্ত্রীকে চড় মারতে গেলেন ভিকি! বিগ বসে বরের কাণ্ডে স্তম্ভিত অঙ্কিতা
এই ভিডিয়ো পোস্ট করে ধনশ্রী তাঁর ক্যাপশনে বরের জন্য লেখেন, 'একমাত্র কোলাবরেশন যেখানে আমায় কেউ খ্যাপালে আমি মজা পাই। একে অন্যকে সাপোর্ট করে যাওয়ার তিন বছর। সুযোগ পেলেই মিস্টার চাহালের সঙ্গে নেচে নিই, আর আজ তো এটা করতেই হতো। হ্যাপি অ্যানিভার্সারি যুবেন্দ্র।'
অন্যদিকে চাহালও এদিন তাঁদের একটি আদুরে ছবি পোস্ট করেন। তিনি তাঁর ছবির ক্যাপশনে লেখেন, 'যবে থেকে তোমার সঙ্গে আলাপ হয়েছে তবে থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার খুব কাছের। লোকে বলে জুটি ঈশ্বর তৈরি করেন, কিন্তু আমাদের গল্প যিনি লিখেছেন তিনি আমার হয়েই গোটা গল্প লিখেছেন। তুমি আমায় সম্পূর্ণ করো। শুভ বিবাহবার্ষিকী।'