আগামী ২৪ ডিসেম্বর মহম্মদ রফির জন্মদিন। এই জনপ্রিয় ভারতীয় গায়কের জন্মদিন উপলক্ষ্যে ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। এই সপ্তাহে পালিত হবে মহম্মদ রফি বিশেষ পর্ব। সেখানে মেনুকা এবং পীযূষের গান শুনে মুগ্ধ হয়ে যান শ্রেয়া ঘোষাল।
ইন্ডিয়ান আইডলে মহম্মদ রফির বিশেষ পর্ব
ইন্ডিয়ান আইডলের মঞ্চে পালিত হবে মহম্মদ রফির বিশেষ পর্ব। সেখানে প্রতিযোগীরা সকলে গাইবেন মহম্মদ রফির গান। এদিন মেনুকা পৌড়েল এবং পীযূষ পানওয়ার ডুয়েট গান গান। তাঁরা একত্রে 'তুম জো মিল গয়ে তো...' গানটি গান। আর তাঁদের গানেই মুগ্ধ হয়ে যান বিচারকরা। মেনুকা দৃষ্টিহীন হওয়া সত্বেও তাঁর গান দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তাঁর গান শুনে কেঁদেছেন শ্রেয়া ঘোষাল। এদিন আরও একবার তিনি মুগ্ধ করলেন সকলকে।
মেনুকা আর পীযূষের গান শুনে তারিফ করে ওঠেন শ্রেয়া। তিনি তাঁদের প্রশংসা করে বলেন 'আমাদের ভবিষৎ দারুণ উজ্জ্বল। আমাদের সামনেই মহম্মদ রফিজি আর লতাজি দাঁড়িয়ে আছেন।' কেবল শ্রেয়া একা নন, বাকি দুই বিচারকও তাঁদের তারিফ করেন। বাদ যান না এদিনের বিশেষ অতিথি জাভেদ আলি।
ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে
ইন্ডিয়ান আইডল সোনি চ্যানেলে প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয় রাত ৮ টা থেকে। এবারের এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হুসেন কুয়াজেরওয়ালা। বিচারকের আসনে আছেন বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল এবং কুমার শানু। তাঁদের তিনজনকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায় শুটের মাঝে। এবার একাধিক বাঙালি প্রতিযোগীও আছেন।