একটা সময় সলমন খানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা ছিল বলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। ক্যাটকে চোখে হারাতেন ভাইজান। নায়িকার হয়ে চিত্রনাট্য বাছা থেকে তাঁর জন্য পরিচালকদের কাছে সুপারিশ, সবটাই করেছেন। বলা যায়, ক্যাটের কেরিয়ার নিজের হাতে গড়ে দিয়েছেন। কিন্তু ২০০৯ সাল নাগাদ কাছাকাছি আসেন রণবীর-ক্যাটরিনা। এরপর শুরু তাঁদের ‘আজব প্রেমের গজব কাহিনি’।
তারপর থেকেই ঋষি কাপুর পুত্রের সঙ্গে দূরত্ব তৈরি হয় সলমনের। ক্যাটরিনার সঙ্গে সখ্যতা বজায় রাখলেও রণবীরকে এড়িয়েই চলতেন ভাইজান। কিন্তু এই বছর ইদে বদলে গেল সেই ছবি! শুক্রবার ইদের দিন সলমন খানের গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায় রণবীর-আলিয়াকে। খবর, ভাইজানের ইদে স্পেশ্যাল অতিথি ছিলেন তাঁরা।
গ্যালাক্সি-তে আলিয়া ও রণবীর
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল একটি ছবি। সেখানে সলমনের বাড়ির এক কর্মীর সঙ্গে দেখা দেখা যাচ্ছে আলিয়া ও রণবীরকে। নায়িকার পরনে একটি সাদা, ফুলেল স্যুট এবং রণবীর রয়েছেন নীল জ্যাকেট, টি-শার্ট আর প্যান্টে। সালমানের বাড়ির এক কর্মীর সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন তাঁরা। সুতরাং রণবীর-আলিয়া যে সলমনের বাড়িতেই ইদের দাওয়াতে হাজির ছিলেন সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
নেটিজেনদের ঈগলের চোখ এড়ানো মুশকিল। সলমন ভক্তরা নায়কের পুরোনো ছবি হাতড়ে বের করেছেন। যা প্রমাণ করে ছবির ব্র্যাকগ্রাউন্ডে যে ঘর দেখা যাচ্ছে, যা সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। পুরনো ছবিতে একই কোণে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে সলমনের বাবা সেলিম খান, মা সালমা ও সৎ মা হেলেন। কিন্তু সলমনের সঙ্গে কি শুধু সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন রণবীর? নাকি নতুন কোনও প্রোজেক্টের কথা বলতে একজোট হন তাঁরা।
কিছু ভক্ত মজা করে লেখেন, রণবীর তার আসন্ন ছবি রামায়ণে ভাইজানকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছেন। অনেকের ধারণা সলমন নয়, সেলিম খানের সঙ্গে দেখা করতে গিয়েছেন রণবীর-আলিয়া।
২০১৬ সালে সম্পর্কে ইতি টানেন ক্যটরিনা-রণবীর। এখন ভিকির সঙ্গে সুখী সংসার ক্যাটরিনার। রণবীর ব্যস্ত মেয়ে রাহা ও আলিয়ার সঙ্গে সময় কাটাতে। ২০১৭ সালে ব্রহ্মাস্ত্রর সেটে আলিয়ার প্রেমে পড়েন নায়ক। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২-এর এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা আলিয়াকে বিয়ে করেন রণবীর।
আলিয়া, রণবীর-সলমনের আসন্ন প্রোজেক্ট
রণবীরকে আগামীতে নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে দেখা যাবে, যদিও এখনও পর্যন্ত এ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল পার্কও রয়েছে তাঁর ঝুলিতে। আলিয়াকে আগামীতে ভাসান বালা পরিচালিত হোম প্রোডাকশন জিগরায় দেখা যাবে। রণবীর ও ভিকি কৌশলের সঙ্গেও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে অভিনেতা। এটি পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালি।
সলমনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'টাইগার থ্রি'। ইদে নতুন ছবি 'সিকন্দর'-এর ঘোষণা সেরেছেন ভাইজান। এটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস, ২০২৫ সালের ইদে মুক্তি পাবে 'সিকন্দর'। এই ছবির সঙ্গে রণবীর-আলিয়ার কানেকশন থাকছে না তো? তেমন প্রশ্নও ঘোরাফেরা করছে।