বাংলার সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো-এর মঞ্চে এবার হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রচনার গেম শো দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হবেন মুখ্যমন্ত্রী। গত বুধবার সেই এপিসোডের শ্যুটিং সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ তো বাসী খবর! কবে মমতা বন্দ্যোপাধ্যায় আর রচনা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে রুটি বেলতে দর্শক জি বাংলার পর্দায় দেখতে পাবে? সেই আপটেড এল প্রকাশ্যে। আরও পড়ুন-দিদি নম্বর ১-এ মমতা আসতেই কেন চর্চায় বং গাই? মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বসিত ডোনা
মমতা বন্দ্যোপাধ্যায়কে চলতি সপ্তাহেই দিদি নম্বর ১-এর মঞ্চে দেখতে পাবেন আপনি। আগামী রবিবার অর্থাৎ ৩রা মার্চ, দিদি নম্বর ১-এর সানডে স্পেশ্যাল এপিসোডে হাজির হবেন মুখ্যমন্ত্রী। রাত ৮টা থেকে সম্প্রচারিত হবে সেই এপিসোড। মমতার আগমনে দিদি নম্বর ১-এর টিআরপি এক ঝটকায় বেড়ে যাবে সে নিয়ে কোনও দ্বিমত নেই। চ্যানেলের তরফে এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল এপিসোড সম্প্রচারের দিনক্ষণ।
রচনার শো-তে মুখ্যমন্ত্রী অংশ নেবেন, এই খবর চাউর হওয়ার পর থেকেই হইচই কাণ্ড। সূত্রের খবর, এই বিশেষ এপিসোডে প্রতিযোগী হিসাবে নয়, বিশেষ অতিথি হিসাবে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপিসোডে প্রতিযোগী হিসাবে থাকছেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধুতী হোমচৌধুরী এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাকিদের হারিয়ে শো জিতেছেন সৌরভ ঘরণী। দিদির সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বসিত তিনি।
ডোনা অনুষ্ঠানের নানান ঝলক শেয়ার করে লিখেছেন, ‘আমি ভীষণ গর্বিত দিদি নম্বর ১-এ খেলতে পেরে, নাচতে পেরে এবং গাইতে পেরে, তাও আবার সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে…’। কখনও দিদি রুটি বেললেন, কখনও গান গাইলেন, কখনও ডোনা-রচনার সঙ্গে নাচলেন মমতা। তো কখনও আবার নিজের লেখা কবিতা পাঠ করলেন। এক কথায় দিদি একাই একশো। পরনে সাদা হ্যান্ডলুম শাড়ি, হাতে স্মার্ট ওয়াচ, মেকআপের বালাই নেই! চেনা বেশে রচনার পাশে দাঁড়ালেন মমতা।
মুখ্যমন্ত্রীর এই শো-তে যোগদান প্রসঙ্গে রচনা জানিয়েছেন, ‘আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শো-এর যে সুনাম সেটা দিদির আগমনে পূর্ণতা পেল’। এপিসোডের প্রথম প্রোমোতে দিদির পা ছুঁয়ে আর্শীবাদ নিতে দেখা গিয়েছে রচনাকে। তিনিই চ্যানেলের তরফে এই শো-এ অংশ নেওয়ার আর্জি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁকে খালি হাতে ফেরাননি মমতা। স্বভাবতই খুশি তিনি। যদিও গোটা বিষয় নিয়ে ট্রোলিং পিছু ছাড়েনি মুখ্যমন্ত্রীর। কমেন্ট বক্সে অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন দিদি নম্বর ১-এ না এসে সন্দেশখালি যেতে। সূত্রের খবর, দিদি নম্বর ১-এর মঞ্চে রাজ্য সরকারের নানান প্রকল্প থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।