শোয়ের নাম ‘দিদি নম্বর ওয়ান’। আম আদমি থেকে সেলিব্রিটি, প্রায় দিনই কেউ না কেউ 'দিদি' রচনার কাছে এসে নানান কথা শেয়ার করেন। সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পুষ্পিতা মুখোপাপধায় ও মৈত্রেয়ী মিত্র। সেখানেই রচনার সঙ্গে নানান কথা বলতে গিয়ে এসব কী বলে ফেললেন মৈত্রেয়ী!
কিন্তু কী এমন বলেছেন মৈত্রেয়ী?
শাড়ির উপর জ্যকেট, মাথার চুল ছোট করে কাটা, সঙ্গে চুলে হালকা লালচে রঙ, এদিন দিদি নম্বর ওয়ানে এভাবেই দেখা যায় মৈত্রেয়ীকে। তিনি বলেন, ‘আমি নিজের জন্য খুব বেশি কিছু করতে পছন্দ করি না। যতটুকু ঘরোয়াভাবে করা যায় ততটুকুই। ধরো চুল কাটা, আমি হয়ত নিজেই চুলটা কেটে নি। যদি পিছনের দিকটা ঠিক হয়েছে কিনা বুঝতে না পারি, আমার বাড়িতে হেল্পার যাঁরা আছেন, তাঁদেরকেই হয়ত বললাম, দেখে নাও তো, এবড়ো খেবড়ো থাকলে ঠিক করে দাও। মৈত্রেয়ীর কথায় তখন সকলেই হাসছেন।’
তবে মৈত্রেয়ী এখানেই থাকেননি, বলেই চললেন, 'এবারেও তাই হয়েছে, আমার শেষ প্রোজেক্টটা শেষ হয়েছে আর তার পরের পরদিনই আমি নিজের চুল নিজে কেটে ফেলেছি। পিছন দিকটা এবড়ো খেবড়ো ছিল, তখন আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলেন, আমি তাঁকেই বললাম ঝন্টুদা পিছনের চুলটা ঠিক করে কেটে দাও তো। বললাম, সোজা করে কাটবে, ভুল হলে কিন্তু দেখাব মজা। আসলে ঝন্টুদা বহুদিনের পরিচিত। আমার বিয়ের পর থেকে ওঁকেই বাড়ির ইলেকট্রিকের সব কাজ করতে দেখছি।' এদিকে মৈত্রেয়ীর কথায় তখন সজোরে হা হা করে হাসছেন রচনা।
আরও পড়ুন-‘তুতুল’-এর বিয়ের পর্ব মিটেছে! এবার হানিমুনে গিয়ে হোটেল থেকেই ভিডিয়ো দিলেন অর্ণব-রুম্পা
মৈত্রেয়ী বলেন, ‘আমার বোনকে একথাটা বলা মাত্রই ও মুখটা এমন করল, যেন কী বিরাট অপরাধ করে ফেলেছি! তারপর ও বলল, তুমি আগে গিয়ে চুলটা ঠিক করো।’ রচনা 'ফুট' কেটে বললেন, ‘ও চুলটা তাহলে ঠিক ছিল না’।
মৈত্রীয়ী জানালেন বোন বলার পরই শেষপর্যন্ত পার্লারে গিয়ে ভালো করে চুল কেটেছেন। তারপরই এই লুকটা এসেছে। পাশ থেকে অভিনেত্রী পুস্পিতা তখন বললেন, ‘ও কালই অনেক টাকা দিয়ে চুল কেটেছে। আর এতে আরও গুন্ডা হয়ে গেছে, এমনিতেই গুন্ডা।’ রচনা মৈত্রেয়ীর লুকের প্রশংসা করে বলেন, ‘খুব ভালো লাগছে, মানাচ্ছে, তবে এর সঙ্গে একটু ড্য়াশিং বুশিং পোশাকও পরতে হবে।’ বলেই ফের হেসে ফেললেন রচনা। এদিকে এই ভিডিয়ো দেখে নেটনাগরিকদের অনেকেই মৈত্রেয়ীকে 'কিপটে'র তকমা দিয়ে বসেছেন।