দিশা পাটানি বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। আগামীতে তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যোদ্ধা ছবিতে দেখা যাবে। ছবিটির প্রযোজনা করেছেন করণ জোহর। আর এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
করণকে নিয়ে কী জানালেন দিশা?
দিশা পাটানি যোদ্ধা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জানান তাঁকে খুঁজে বের করেছিলেন পরিচালক তথা প্রযোজক করণ জোহর। আজ তাঁর জন্যই তিনি অভিনেত্রী হতে পেরেছেন। যদিও তিনি এদিনের অনুষ্ঠানে স্বজনপোষণ শব্দটি উচ্চারণ করেননি। কিন্তু কথার মাধ্যমে বুঝিয়ে দেন তিনি বলিউডের জগতে একজন বহিরাগত ছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, 'আমি আজ অভিনেত্রী হয়েছি করণ জোহরের জন্যই। আমি যখন মডেলিং করতাম তখন উনি আমায় লক্ষ্য করেন। আমার তখন মাত্র ১৮ বছর বয়স। উনি যদি সেই সময় আমায় লক্ষ্য না করতেন তাহলে আজ আপনারা আমায় এখানে দেখতে পেতেন না। তাই লোকজন যখন ওসব (স্বজনপোষণ) নিয়ে কথা বলেন তখন আমি এটাই বলতে চাই আমি একজন বহিরাগত, কিন্তু আমি সুযোগ পেয়েছি ওঁর জন্যই।'
আরও পড়ুন: ৫৩ বছরে সব সুখ দিয়েছেন শ্রীময়ীই, তৃতীয় বিয়ে করেই কাঞ্চন লিখলেন, ‘বেঁচে নেওয়ার স্বপ্নটাকে...’
প্রসঙ্গত কফি উইথ করণ সিজন ৫ এ প্রথমবারের জন্য করণ জোহরের গায়ে স্বজনপোষণের মাস্টারের তকমা সেঁটে দেন কঙ্গনা রানাওয়াত। না করণের শোতে এসেই তাঁকে এই তকমা দেন। এরপর একাধিকবার একাধিক সময় স্বজনপোষণ নিয়ে বিতর্ক উসকেছে। জড়িয়েছে করণের নাম কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ না।
এদিন যখন দিশা করণের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করলেন তখন উত্তরে প্রযোজক তাঁকে বলেন, 'আই লাভ ইউ।' এদিন দিশার কথাকে সমর্থন করেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনিও সেই অর্থে দেখতে গেলে বলিউডের কাছে আউটসাইডার কিন্তু তাঁরও বলিউডে ডেবিউ হয়েছিল করণ জোহরের বিখ্যাত ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ারের মাধ্যমে।
আরও পড়ুন: বিয়ে করতে না করতেই বউকে 'সুখী' করতে পারলেন না কাঞ্চন! শ্রীময়ী কেন বললেন, 'একদম সুপার ফ্লপ!'
যোদ্ধা ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা এবং দিশা পাটানি ছাড়াও রাশি খান্না প্রমুখ থাকবেন। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।