বিয়ে করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সমস্ত আলোচনা, চর্চা, নিন্দে, কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটা ভিডিয়ো সকলের নজর কেড়েছে।
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়েতে গান
এদিন কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে তাঁদের বিয়ে করতে করতেই গান গাইতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে মুখোমুখি বসে থাকতে দেখা যাচ্ছে কাঞ্চন এবং শ্রীময়ীকে। নেপথ্যে পুরোহিত মন্ত্র পড়ছেন। কাঞ্চন সেগুলো মন দিয়ে বলার চেষ্টা করছেন। অন্যদিকে মনের আনন্দে গলা ছেড়ে গান ধরেছেন শ্রীময়ী। তিনি বিয়ের আনন্দে গেয়ে ওঠেন 'চোখে চোখে এত কথা...' নতুন বউয়ের মুখে এই গান শুনে লজ্জায় লাল হয়ে যান কাঞ্চন। কিন্তু শ্রীময়ী যখন তাঁকেও গান গাইতে বলেন তখন তিনি মোটেই গান নাম উল্টে লজ্জা পান। সেটা দেখেই মশকরা করে শ্রীময়ী চেঁচিয়ে বলে ওঠেন, 'এ কাঞ্চন ফ্লপ। একেবারেই সুপার ফ্লপ।'
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী - কাঞ্চন, দেখুন বিয়ের প্রথম ছবি
আরও পড়ুন: 'সারারাত ছটফট করেছি...' জন্মদিন কাটতে না কাটতেই প্রেমে পড়লেন সৌমিতৃষা? কাকে মন দিয়ে বসলেন 'মিঠাই'?
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কাঞ্চন এবং শ্রীময়ী। ২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে টুকটুকে লাল বেনারসি পরে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তাঁরা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তাঁর বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে এবার বিজেপির তুরুপের তাস ভোজপুরি অভিনেতারা! প্রার্থী হলেন কোন ৪ জন?
বিয়ের রাতে তাঁকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়। তাঁদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। জানা গিয়েছে থাকবে পোলাও, মাটন, ইত্যাদি।