তৃতীয়বারের জন্য ছাদনাতলায় গেলেন কাঞ্চন মল্লিক। বিয়ে করলেন তাঁর বহুদিনের বন্ধু, তথা প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। ২ মার্চ সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। হ্যাঁ, বয়সের বিস্তর ফারাক, সমাজের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করেই এদিন তাঁরা একত্রে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ের পরই স্ত্রী শ্রীময়ীর জন্য কী লিখলেন অভিনেতা?
শ্রীময়ীর জন্য কী লিখলেন কাঞ্চন মল্লিক?
বিয়ের পরদিন অর্থাৎ ৩ মার্চ তাঁদের বিয়ের বেশ কিছু ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাঞ্চন। সেখানে তাঁকে এবং শ্রীময়ীকে বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা যায়। সিঁদুরদান থেকে বিয়ের মাঝে শ্রীময়ীকে জাপটে ধরে চুমু খাওয়া সহ নানা মুহূর্ত উঠে এসেছে তাঁদের বিয়ের।
আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন রামপ্রসাদের বৌদি, জয়িতার বিয়েতে হাজির সব্যসাচী-পায়েলরা
আরও পড়ুন: ছেলের বিয়েতে প্রেমের সাগরে ভাসলেন মুকেশ আম্বানি, নীতার সঙ্গে নাচলেন 'পেয়ার হুয়া'য়
এই ছবিগুলো পোস্ট করে এদিন কাঞ্চন কবীর সুমনের গানের সেই বিখ্যাত লাইনগুলো লেখেন, 'বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।'
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন তাঁর এই পোস্টে লেখেন, 'পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হল সেই ব্যক্তি যার কোনও লজ্জা শরম নাই।' আরেকজন লেখেন, 'আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা একজন বিধায়কের তিন নম্বর বিয়ে এটা, চার নম্বরের জন্য অপেক্ষায় রইল পশ্চিমবঙ্গের মানুষ।' কেউ আবার কাঞ্চন মল্লিকের ছবির সংলাপ টেনে এনে লেখেন, 'আমি আর বিয়ে করব না বাবা বলা ছেলেটাও ৩ টি বিয়ে করে নিলো ভাবা যায়।' যদিও অনেকেই আবার তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: ছাদনাতলায় প্রাক্তন, অনুপমের বিয়ের দিনটা কীভাবে কাটালেন পিয়া?
আরও পড়ুন: মাটির মানুষ অরিজিৎকে প্রথম দেখেই ভয় পেয়েছিলেন ইমন? বললেন, 'মনে হচ্ছিল যেন...'
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের প্রসঙ্গে
২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তাঁরা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তাঁর বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাঁকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়। তাঁদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। জানা গিয়েছে থাকবে পোলাও, মাটন, ইত্যাদি।
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর দেরি করেননি। বরং ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২ মার্চ করলেন সোশ্যাল ম্যারেজ।