মায়ের কাছে সন্তান সন্তানই হয়। সে নিজের সন্তান হোক বা দত্তক নেওয়া কিংবা চারপেয়ে সন্তান। কিন্তু সকলে সেটা বোঝেন না। আর তাই যাঁরা সন্তান দত্তক নেন তাঁদের কখনও সখনও 'জ্ঞান' বা নানা খারাপ মন্তব্য শুনতে হয়। কিছুদিন আগে ঠিক একই ভাবে এক নেটিজেন গায়িকা জোজোর দত্তক নেওয়া সন্তান আদির বিষয়ে এমন কিছু খারাপ মন্তব্য করেন। তারপরই রীতিমত ক্ষেপে যান গায়িকা। এবার তিনি কী জানালেন?
কী জানালেন জোজো?
সম্প্রতি সন্তানকে নিয়ে করা কটূক্তির বিষয়ে জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি এই বিষয়ে আইনের সাহায্য নিতে পারেন। গায়িকার কথায়, 'আমি এখনও আইনি পদক্ষেপ নিইনি। কিন্তু নিতে পারি শীঘ্রই। আসলে আগে কখনও এমন কোনও ঘটনার সম্মুখীন হইনি। তাই গোটা বিষয়টা নিয়ে এগোনোর আগে সবটা ভালো করে জেনে নেওয়া উচিত। তাই পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলছি। এছাড়া এটাও দেখতে হবে যে এটা সাইবার ক্রাইমের আওতায় কিনা। সেখান থেকে সাহায্য পাব কিনা।' তবে জোজো এদিন ভীষণই আক্ষেপ প্রকাশ করে জানান তিনি কখনই ভাবেননি তিনি এমন কিছুর সাক্ষী থাকবেন।
আরও পড়ুন: ছেলের বিয়েতে প্রেমের সাগরে ভাসলেন মুকেশ আম্বানি, নীতার সঙ্গে নাচলেন 'পেয়ার হুয়া'য়
আরও পড়ুন: ছাদনাতলায় প্রাক্তন, অনুপমের বিয়ের দিনটা কীভাবে কাটালেন পিয়া?
কী ঘটেছিল জোজো এবং তাঁর ছেলের সঙ্গে?
কিছুদিন আগে জোজো একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তাঁর এবং তাঁর ছেলে আদির। সেখানে দেখা যাচ্ছে একটি শোতে যাওয়ার আগে সাজছেন গায়িকা। আর তখন মেকআপের সামগ্রী হাতে নিয়ে ছোট্ট আদি জিজ্ঞেস করেন 'এগুলো কী?' তাতে জোজো উত্তর দেন 'মেকআপ।' এরপর এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'ভালো বাড়ির ছেলে দত্তক নিতে পারতে, মানায়নি।'
আরও পড়ুন: ৫৩ বছরে সব সুখ দিয়েছেন শ্রীময়ীই, তৃতীয় বিয়ে করেই কাঞ্চন লিখলেন, 'বেঁচে নেওয়ার স্বপ্নটাকে...'
আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন রামপ্রসাদের বৌদি, জয়িতার বিয়েতে হাজির সব্যসাচী-পায়েলরা
এই কথা শুনেই ক্ষেপে যান তিনি। লাইভে বলে ওঠেন, 'আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির ছেলে নিয়েছি, তাতে আপনার কী? আপনি খাওয়াচ্ছেন? আপনি পরাচ্ছেন? আপনি বলার কে। আমি জানি না ওঁনার সন্তান আছে কিনা, এত বড় মহিলা হয়ে ওঁনার জ্ঞান থাকা উচিত, দত্তক নেওয়ার সময় কেউ বেবিকে বেছে নিতে পারে না। আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয়, বেচে দেবেন বাজারে? স্বামী হৃতিক রোশন না হলে চুমু খাবেন না? হ্যান্ডসাম লোকের সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের মতো মানসিকভাবে অসুস্থ মহিলাদের জন্য বাকি মায়েরা বদনাম হন।'