বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan: ‘লাল সিং চড্ডা'র আগে হলিউড থেকে ‘টুকে’ তৈরি হয়েছে আমিরের এই সব ছবি, চমকে যাবেন!

Aamir Khan: ‘লাল সিং চড্ডা'র আগে হলিউড থেকে ‘টুকে’ তৈরি হয়েছে আমিরের এই সব ছবি, চমকে যাবেন!

Aamir Khan in Hollywood remakes: হলিউডের অজস্র ছবির কাহিনি কোনওরকম ক্রেডিট না দিতেই তুলে নেন হিন্দি চলচ্চিত্র নির্মাতার। জানলে অবাক হবেন, ‘লাল সিং চড্ডা’র আগে আমির খান এমন অনেক ছবিতে কাজ করেছেন, যার গল্প কিন্তু আসলে কোনও না কোনও হলিউড ফিল্মের অনুপ্রেরণায় তৈরি।