বাংলা নিউজ > বায়োস্কোপ > Dolon-Dipankar: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'

Dolon-Dipankar: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'

দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন!

Dolon-Dipankar: একজনের বয়স ৮০ ছুঁই ছুঁই, আরেকজনের সবে ৫০ এর গণ্ডি টপকেছে। এমন অবস্থায় দোলন রায় এবং দীপঙ্কর দের সম্পর্ক কেমন? তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কই বা কেমন জানালেন অভিনেত্রী।

দীপঙ্কর দের বড় মেয়ে তাঁর বর্তমান স্ত্রী দোলন রায়ের থেকেও বয়সে বড়। তবুও কোনও কিছুই যেন তাঁদের সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারেনি। ১৯৯৭ সাল থেকে তাঁদের আলাপ, চেনা, জানা। ২০২০ সালে সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে বিয়েও করেন তাঁরা। বর্তমানে দুজনের সুখী গৃহকোণ। এ হেন তারকা জুটির প্রেম কাহিনি যেন রূপকথা। বর্তমানে বর্ষীয়ান অভিনেতার বয়স ৮০ ছুঁই ছুঁই। অন্যদিকে দোলন রায়ের বয়স সদ্যই ৫০ এর গণ্ডি টপকেছে। এমন অবস্থায় তাঁদের দুজনের শারীরিক সম্পর্ক কেমন? একে অন্যের সঙ্গে সমীকরণ, রসায়নই বা কেমন? খোলসা করলেন অভিনেত্রী নিজেই।

দীপঙ্কর দের সঙ্গে দোলন রায়ের শারীরিক সম্পর্ক কেমন?

সম্প্রতি নিবেদিতা অনলাইন নামক একটি ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়েছিল দোলন রায়। সেখানেই তিনি জানান বর্তমানে তাঁর এবং দীপঙ্কর দের মধ্যে শারীরিক সম্পর্ক কেমন। কোনও রাখঢাক না সংকোচ না রেখেই অভিনেত্রী জানিয়েছেন, 'একটা সময় পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর যা হওয়ার ছিল সেটাই হল। অন্যান্য সব মেয়েরা যেমন কম্প্রোমাইজ করে নেয়, সেটাই করলাম। নইলে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়।'

আরও পড়ুন: মেয়ের সঙ্গে শামিকে দেখাই করতে দেন না হাসিন! ক্রিকেটারের কথায়, 'খুব কম কথা হয়, কিন্তু কে আর...'

আরও পড়ুন: 'হাইব্রিড নাকি?' মিঠিঝোরা দেখে হেসে খুন নেটপাড়া, কী এমন দেখানো হল মেগায়?

তিনি এই সাক্ষাৎকারে আরও জানান, 'ও আমার জীবনে প্রায় প্রথমই। আমিও স্যাচুরেটেড হয়ে গিয়েছি। ও ওর এই বয়সে এসে পারা না পারা নিয়ে স্যাচুরেটেড হয়ে গিয়েছে। আসলে মানুষটাকে এতটা ভালোবাসি যে এগুলো কখনই খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কিছুটা মানিয়ে নিয়েছি। ওকে কোনও কিছুই অনুভব করতে দিইনি। ও বুঝলে সম্পর্কটা কি ঠিক থাকত?'

দোলন রায় আগেও বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁদের সম্পর্কের বিষয়ে। সেখানে তিনি বলেছেন তাঁর কোনও অসুখ বিসুখ হলে দীপঙ্কর দে আগলে রাখেন। যদিও ভয় পেয়ে কিছু ভুলচুকও করে ফেলেন অভিনেতা। এমনটাই মত দোলনের। তাঁদের ভালো থাকার চাবিকাঠিই হল তাঁদের একে অন্যের প্রতি এই যত্ন, ভালোবাসা।

আরও পড়ুন: 'বাবা মাকে হারিয়ে ছেলেটা...' নন্দিনীদি-মিষ্টিদিদের ভিড়ে এবার ১৯ বছরের যুবকের পাশে ফুড ব্লগার-তারকারা

আরও পড়ুন: 'যা বলেছে ঠিক নয়', প্রাক্তন প্রেমিকা মিথ্যেবাদী! সুরাকে বিয়ের পর জর্জিয়ার বিষয়ে কী জানালেন আরবাজ?

প্রসঙ্গত দীপঙ্কর দে'কে সম্প্রতি বিজয়ার পরে ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে ছিলেন মমতা শঙ্কর। দর্শক, সমালোচকদের থেকে ভালোই রিভিউ পেয়েছে এই ছবি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন রাজনৈতিক পরিচয়ে এলে ঢুকতে দেব না, BJP-সিপিএমের আশায় পড়ল জল, এবার রাজভবন অভিযান তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.