গত বছরের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল বন্ধুত্বের এক নতুন উপাখ্যান দোস্তজি। প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালিত এই ছবিটিতে উঠে এসেছিল দুই গ্রাম্য শিশুর নিখাদ বন্ধুত্বের কথা। ৮ থেকে ৮০ সকলের মন জয় করে নিয়েছিল এই ছবি। এবার আরও একটি সুখবর দিলেন এই ছবির পরিচালক। ৯৬ তম অস্কারে নাম দেওয়ার জন্য আমেরিকায় মুক্তি পাচ্ছে এই ছবি।
এই বছরের আকাদেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান এখনও অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ মার্চ এই অনুষ্ঠানটি হলে হলিউডের ডলবি হলে। সেখানে মনোনীত হয়েছে এক বাঙালি পরিচালকের ছবি। শৌনক সেনের অল দ্যাট ব্রিদজ ছবিটি সেরা তথ্যচিত্র পূর্ণদৈর্ঘ্য ছবি বিভাগে মনোনীত হয়েছে। সত্যজিৎ রায়ের পর আবার কোনও বাঙালি পরিচালকের সামনে রয়েছে অস্কার জয়ের হাতছানি। সেই আনন্দ, গর্বের মুহূর্ত উপভোগ করার মাঝেই বাঙালিদের কাছে আরও এক খুশির খবর পৌঁছল।
প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি আগামী ১৭ মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যের ৭৫টি হলে মুক্তি পাবে। এই ছবিটি অস্কারে নাম দেওয়ার জন্য এই ৭৫টি হলে মুক্তি পাবে। এমন কথাই জানানো হয়েছে ভ্যারাইটির তরফে। সেই কথা আবার দোস্তজির পরিচালক ফেসবুকে পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন।
তিনি আরও জানিয়েছেন যে এই ছবি কানাডার ১৭টা শহরে, অস্ট্রেলিয়ার ১০টা শহর সহ নিউজিল্যান্ড, দুবাই, আবু ধাবি, শারজাহ, ইত্যাদি জায়গাতেও মুক্তি পাবে।
প্রসূন সবাইকে ধন্যবাদ জানান তাঁদের উৎসাহ দেওয়ার জন্য এবং এই ছবি পাশে থাকার জন্য। পরিচালক তাঁর পোস্টে লেখেন, 'আপনাদের সবার থেকে অফুরান ভালোবাসা পেয়েছি। এই সাহায্য, ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। চিয়ার্স টিম!'
এর আগে দোস্তজি ছবিটি একাধিক পুরস্কার পেয়েছে। ‘দোস্তেজি’-র দুই খুদে নায়ক আশিক শেখ এবং আরিফ শেখ ২০২২-এর ‘মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেতার খেতাব জিতেছে। এছাড়াও দোস্তেজি’ ইতিমধ্যেই আন্তর্জাতিক নানা পুরস্কার পেয়েছে। যার মধ্যে রয়েছে ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কারও। মালয়েশিয়ায় ছয়টি নমিনেশন পেয়েছিল এই ছবি। লন্ডন-এর ‘বিএফআই’ ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আঠারোটি দেশ ঘুরে সাতটি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে পুরেছে এই ছবি।
১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের নিষ্পাপ বন্ধুত্ব ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি। বাবরি মসজিদ ধ্বংস ঘটনার আঁচ রয়েছে ছবিতে। সেই গ্রামেরই দুই বন্ধু পলাশ (আশিক শেখ) এবং সফিকুলের (আরিফ শেখ) গল্প হল এই ‘দোস্তজি’।