বাংলা নিউজ > বায়োস্কোপ > Double XL: বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ডাবল এক্সএল’, হুমা-সোনাক্ষীর ছবির প্রথম দিনে আয় কত

Double XL: বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘ডাবল এক্সএল’, হুমা-সোনাক্ষীর ছবির প্রথম দিনে আয় কত

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডাবল এক্সএল

Double XL: প্রথম দিন তেমন সাড়া পেল না হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ডাবল এক্সএল। মাত্র ১৫ লাখ টাকার ব্যবসা করল এই ছবি ৪ নভেম্বর।

ডাবল এক্সএল ছবিতে ধরা পড়েছে দুজন প্লাস সাইজের মহিলার গল্প। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহাকে। প্রথমদিন অত্যন্ত হতাশাজনক ব্যবসা করেছে এই ছবিটি। গতকাল যে তিনটি ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে, অর্থাৎ মিলি, ফোন ভূত এবং ডাবল এক্সএল তার মধ্যে এটি সব থেকে খারাপ ফল করেছে।

প্রেক্ষাগৃহে বা বলা ভালো বক্স অফিসে ডাবল এক্সএল ছবিটির সঙ্গে যে ছবি দুটির টক্কর চলছে সেই দুটি হল ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুরবেদি এবং ঈশান খট্টর অভিনীত ফোন ভূত এবং জাহ্নবী কাপুরের মিলি।

ডাবল এক্সএল ছবিটির পরিচালনা করেছেন সাতরাম রামানি। এখানে দেখানো হয়েছে যে হুমা একজন স্পোর্ট নিউজ প্রেজেন্টার বা সঞ্চালক। তিনি মিরাঠের বাসিন্দা। অন্যদিকে সোনাক্ষী সিনহা হলেন দিল্লির একজন ফ্যাশন ডিজাইনার। তাঁরা দুজনই যে কীভাবে বডি শেমিংয়ের শিকার হন এবং কীভাবে তার মোকাবিলা করেন সেটাই এই ছবিতে দেখা গিয়েছে। এই ছবিটির সহ প্রযোজক হলেন হুমা কুরেশির ভাই সাকিব সেলিম। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জাহির ইকবাল এবং মহৎ রঘবেন্দ্রকে।

বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুযায়ী এই ছবিটি প্রথম দিন ১২-১৫ লাখ টাকার মতো আয় করেছে। সোনাক্ষী সিনহা এই ছবির বিষয়ে জানিয়েছেন যে ছবিটি তাঁর এবং হুমার জন্য ভীষণ কাছের। তাঁর কথায়, 'আমাদের জন্য কোনও রোল মডেল ছিল না যাঁদের থেকে বা দেখে আমরা শিখতে পারি। তাই আমরা চাইছি দর্শক আমাদের দেখে শিখুক। এটা সকলের বোঝা উচিত কাকে কেমন দেখতে সেটাই শেষ কথা নয়।'

হুমার মুখেও একই কথা শোনা যায়। তিনি বলেন, ' আমার আর সোনাক্ষীর যাত্রাটা এই দুনিয়ায় ভীষণই আলাদা। তবুও আমাদের কখনও না কখনও শুনতে হয়েছে যে আমরা ঠিক অভিনেত্রী হওয়ার মতো নই। কিন্তু তাই বলে তো থেকে থাকা যায় না। একই সঙ্গে আমাদের স্বপ্নকে ছোঁয়ার থেকেও কেউ আটকাতে পারে না।'

বন্ধ করুন