বাংলা নিউজ > বায়োস্কোপ > Ena Saha: 'ছোট হাতি', বডি শেমিংয়ের শিকার এনা, ফের কী করলেন অভিনেত্রী?

Ena Saha: 'ছোট হাতি', বডি শেমিংয়ের শিকার এনা, ফের কী করলেন অভিনেত্রী?

বডি শেমিংয়ের শিকার এনা

Ena Saha: সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ থাকেন এনা। মাঝে মধ্যেই নিজের ছবি পোস্ট করে চমকে দেন ভক্তদের। কিন্তু এমন কী হল যে হঠাৎ কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে?

টলিউডের বেশ পরিচিত মুখ এনা সাহা। বোঝে না সে বোঝে সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বেশ অনেক ছোট থেকেই এই দুনিয়ার সঙ্গে যুক্ত তিনি। কিন্তু হলেও কী হবে টলিউডে যে বিশেষ কেরিয়ার গড়ে তুলতে পেরেছেন, বহু ছবিতে কাজ করেছেন এমনটা নয়। যদিও টুকটাক অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা করেন। যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান অভিনীত SOS ছবির প্রযোজক ছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় হামেশাই কিছু না কিছু পোস্ট করেন। দর্শকদের সঙ্গে তাঁর বিভিন্ন আপডেট শেয়ার করে নেন। কোথাও ছুটি কাটাতে বা কাজের সূত্রে গেলে সেখান থেকেও ছবি পোস্ট করতে ভোলেন না এনা। তবে অন্যান্য অভিনেত্রীদের মতোই এনা যেমন তাঁর ছবি বা কাজের জন্য প্রশংসা পান তেমনই জোটে একাধিক কটাক্ষও। সম্প্রতি আবারও তাঁকে একটি বিশেষ কারণে পড়তে হয় চরম কটাক্ষের মুখে। কী করেছিলেন তিনি?

সোশ্যাল মিডিয়ায় যতই সবাই বুলি, র‍্যাগিং নিয়ে কথা বলুন না কেন, আদতে সময় পেলে কটাক্ষ করতে ছাড়েন না। রীতিমত বডি শেমিনয়ের শিকার হলেন এনা। আগেও তিনি একাধিকবার বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন, এবার কী হল? বেঙ্গালুরুর একটি ফ্যাশন শোতে হাঁটেন এনা সাহা। রীতিমত বোল্ড লুকেই তিনি ধরা দেন এখানে। কিন্তু তাঁর হাঁটাটা নাকি একদমই ভালো নয়। অনেকেরই পছন্দ হয়নি তাঁর হাঁটার ধরন। আর পরিণাম স্বরূপ পড়তে হল কটাক্ষের মুখে।

আরও পড়ুন: 'রূপাং দেহি', দুর্গাপুজো আসতে এখনও দেরি, তার আগেই দেবীরূপে আবির্ভূত হলেন দেবচন্দ্রিমা-শ্রীতমা

এক ব্যক্তি তো তাঁকে রীতিমত আক্রমণ শানিয়ে লেখেন, 'এ তো র‍্যাম্পে হাঁটতেই জানে না।' কেউ কেউ আবার তাঁকে হাতির সঙ্গে তুলনা করে লিখলেন, 'এ যে ছোট হাতি!' কেউ আবার তাঁর 'বেঢপ' চেহারার জন্য শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন। কেউ কেউ আবার তাঁকে মডেলিং করার জন্য কটাক্ষ করে বলেন, 'ওঁকে কোন দিক থেকে মডেল লাগে?'

তবে ট্রোলাররা যত যাই বলুন না কেন তা নিয়ে মোটেই ভাবতে নারাজ এনা। তিনি ট্রোল এবং ট্রোলারদের বরাবর এড়িয়েই চলেন। এখন আপাতত তিনি অভিনয়টা সাইডে রেখে মডেলিংয়ে মন দিয়েছেন।

বন্ধ করুন