বাংলা ছোটপর্দার অন্যতম মুখ তিনি। রুপোলি পর্দায় তাঁর সফরের শুরুটা ব্লকবাস্টার। কথা হচ্ছে ‘পিলু’র রঞ্জা মানে অভিনেত্রী ইধিকা পালের। চলতি বছরই শাকিব খানের নায়িকা হিসাবে বড় পর্দায় কাজ শুরু করেছেন অভিনেত্রী। এবছর বাংলাদেশের অন্যতম হিট ছবি ‘প্রিয়তমা’র সুবাদে ওপার বাংলার নয়নের মণি ইধিকা।
এর মাঝেই টলিপাড়ার নতুন কানাঘুষো ইধিকাকে ঘিরে। এবার নায়িকা দেবের নায়িকা হিসাবে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্ত-র আগামি ছবিতে নাকি জুটি বাঁধবেন দুজনে। ছবির নাম ‘খাদান’, পুরোদস্তুর কমার্শিয়্যাল ছবি এটি। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জন। সেই খবরের সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ইধিকার সঙ্গে।
স্বভাবসিদ্ধ মিষ্টিভঙ্গিতে জবাব এল। ছোটপর্দার রিমলি বললেন, ‘দেখুন, এই খবর কোথা থেকে রটেছে আমি জানি না। এই বিষয়ে কোনও মন্তব্য করা এখনই সম্ভব নয়’। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে নায়িকার, তবে আনুষ্ঠানিক কোনও প্রস্তাব মেলেনি।
এর আগে ‘সিটি অফ জ্যাকেলস’ ছবিটি পরিচালনা করেছেন রিনো। গত বছর মুক্তি পেয়েছিল সেই ছবি। পরিচালককে ফোনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হিন্দুস্তান টাইমস। অন্যদিকে রুক্মিণীকে নিয়ে আপতত ইউরোপ ট্রিপে মজে দেব। পতুর্গালের আনাচে-কানাচে ঘুরে ছবি দিচ্ছেন। এরপর শহরে ফিরে ‘প্রধান’-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সেই কাজ শেষ করেই আগামী ছবির পরিকল্পনা শুরু করবেন।
সম্প্রতি দেবের ‘বাঘাযতীন’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ইধিকা। সেখানে দেবের সঙ্গে তাঁকে একফ্রেমে দেখেই ফ্যানেরা এই জুটিকে বড় পর্দায় দেখার দাবি তোলে। সেই দাবি কি এত জলদি ফলবে? উত্তরটা সময় দেবে। তবে দেবের হাতে এখন রয়েছে চাঁদের পাহাড় সিরিজের পরবর্তী ছবি। সৃজিতের নতুন ছবির কাজেও হাত দেবেন তিনি। রঘু ডাকাত প্রোজেক্ট দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। বাক্স বন্দি হয়ে পড়ে বাংলাদেশের একটি প্রোজেক্ট।
আর ইধিকা? জল্পনা পরীমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। হাসিবুর রেজা কল্লোলের 'কবি' সিনেমায় দেখা যাবে তাদের। ভিসা সংক্রান্ত জট কাটলে ডিসেম্বরে শুরু হবে ছবির শ্যুটিং। আর টেলিভিশন? ছোটপর্দাকে মিস করেন ইধিকা, তবে এখনই সিরিয়ালে ফেরার সম্ভাবনা নেই তাঁর। হিন্দুস্তান টাইমস বাংলাকে ইধিকা আগেই জানিয়েছেন, 'টেলিভিশনে কাজ করলে এত লম্বা সময় ধরে কাজ করা হয় যে তারা পরিবারের মতো হয়ে যায়। এই মুহূর্তে টেলিভিশনে ফেরার পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে কী হবে সেটা বলা মুশকিল’।