বাংলা নিউজ > বায়োস্কোপ > Jyotika Jyoti: ছোটবেলায় শহিদ বেদী তৈরি করে ফুল দিতাম, আর এখন…, ২১ ফেব্রুয়ারি আমার কাছে একটা আবেগ: জ্যোতিকা জ্যোতি

Jyotika Jyoti: ছোটবেলায় শহিদ বেদী তৈরি করে ফুল দিতাম, আর এখন…, ২১ ফেব্রুয়ারি আমার কাছে একটা আবেগ: জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

এখন আমি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ‘গবেষণা প্রকশনা বিভাগ’-এ পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি। তাই এবার শিল্পকলা অ্যাকাডেমির তরফেই ভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেব। শহিদ মিনারে ফুল দিতে যাব। এবার তো আমার বড় দায়িত্ব রয়েছে। এবার আমাদের স্লোগান হল ‘বিশ্বের সব মাতৃভাষাকে রক্ষা করবে বাংলাদেশ’।

          জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী, বাংলাদেশ

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।' ছোটবেলায় যখন ২১ ফেব্রুয়ারির ভোরে এই গানটা শুনতাম, তখন মনটা ছটফট করে উঠত। আমি গ্রামে (ময়মনসিংহের গৌরীপুরে) বড় হয়েছি, তাই সেখানে তো খুব বেশি ক্লাব, সংগঠন এসব তখন কিছুই ছিল না।এই দিনটা স্মরণ করতে স্কুলে যেতাম। পাড়ারই কোনও বাড়ির গাছ থেকে ফুল নিয়ে স্কুলের শহিদ বেদীতে ফুল দিয়েছি। গ্রামে বা গ্রামের স্কুলগুলিতে তখন তো আলাদা করে শহিদ বেদী ছিল না, তাই নিজেরাই শহিদ বেদী তৈরি করে সেখানে ফুল-মালা দিতাম।

এরপরে যখন গ্রাম ছেড়ে ঢাকায় আসি, তখনও অনুভব করলাম ২১ ফেব্রুয়ারি দিনটা নিয়ে আবেগ বিন্দুমাত্র কমেনি। সেসময়ও যখন এইদিনে একইভাবে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… গানটা শুনতাম তখনও বুকের ভিতরটা কেমন যেন করে উঠত, অদ্ভুত অনুভূতি হত। ঢাকায় আসার পর শুরুর দিকে আমার সেভাবে বন্ধু-বান্ধব ছিল না। তবু একাই ছুটে যেতাম শহিদ মিনারে, শ্রদ্ধা নিবেদন করতে যেতাম। একইভাবে, সেই ছোটবেলার মতোই ফুল দিতাম।শুধু বড়রা নন, এইদিন শহিদ মিনারের সামনে বহু ছোটরাও ভিড় করে, তাঁরা তাঁদের মুখে হয়ত দেশের পতাকা কিংবা কোনও অক্ষর এঁকে নেন। দেখতে দারুণ লাগে আমার।আমিও বেশ কয়েকবার এঁকেছি। ওইদিন শহিদ মিনারের সামনে অনেকেই থাকেন এগুলি এঁকে দেওয়ার জন্য, ওটা ওঁদের ওই একদিনের ছোট্ট ব্যবসা বলতে পারেন।

আরও একটু পরের দিকে গিয়ে ঢাকায় তখন আমার বেশকিছু বন্ধুবান্ধব হয়েছে। ২১ ফেব্রুয়ারিতে তখন বন্ধুদের সঙ্গে শহিদ মিনারে যেতাম, ফুল দিতাম, সকলের সঙ্গে আল্পনা আঁকতাম। এবং ২০ফেব্রুয়ারী রাত থেকেই তা শুরু হতো।আসলে বন্ধু-বান্ধব থাকাটা বিষয় নয়, বিষয়টা আবেগ। ছোট থেকে সেটা একই থেকে গিয়েছে। 'একুশে ফেব্রুয়ারি…' ওই গানটা শুনলে আজও একই অনুভূতি হয়।

আর এখন আমি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ‘গবেষণা প্রকশনা বিভাগ’-এ পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি। তাই এবার শিল্পকলা অ্যাকাডেমির তরফেই ভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেব। শহিদ মিনারে ফুল দিতে যাব। এবার তো আমার বড় দায়িত্ব রয়েছে। এবার শিল্পকলা একাডেমির স্লোগান হল ‘বিশ্বের সব মাতৃভাষাকে রক্ষা করবে বাংলাদেশ’।

আমি বলব বিশ্বের সব ভাষাকে অবশ্যই রক্ষা করতে হবে। তবে সব থেকে আগে রক্ষা করতে হবে নিজের মাতৃভাষাকে। যেটা আমাদের মায়ের ভাষা, নিজের ভাষা। আজকাল অবশ্য দেখছি ঢাকায় একধরনের বাংলার চল হয়েছে। যে ধরনের সঙ্গে বাংলার কোনও আঞ্চলিক বা কোন বাংলারই কোনওকালের কোনও যোগই নেই। আজকাল অনেকে দেখছি, সংবাদমাধ্যমের সামনেও কথা বলতে গিয়ে সেধরনের বাংলায় কথা বলে ফেলছেন। তবে আমি এটার পক্ষপাতী নই এক্কেবারে। আমার মনে হয় বাংলাকে বাঁচাতে নিজের আঞ্চলিক ভাষা পাশাপাশি শুদ্ধ বাংলায় কথা বলতে পারতে হবে।

আর যদি নতুন প্রজন্মের কথা বলি, তাঁরা তো অনেকেই ইংরাজি মাধ্যমে পড়েন। বাংলার মধ্যে তাই ইংরাজি ঢুকে পড়ে। আমি বলব, ইংরাজি আন্তর্জাতিক ভাষা, এটা শিখতে হবে, তবে নিজের ভাষার ঊর্ধ্বে কোনও ভাষার স্থান হতে পারে না। বিশ্বের অনেক এমন দেশ আছে, যাঁদের কাছে ইংরাজির প্রয়োজনও বোধ করেন না। তবে আমি অবশ্য সেটার পক্ষে নই, ইংরাজির শেখা হোক তবে নিজের ভাষাকে বাঁচিয়ে। যেদিন থেকে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেদিন থেকে আমাদের এই ভাষার প্রতি দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। এই দায়িত্ব পালন করে চলতে হবে…। সবশেষে বলব, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!/তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!’

 

বায়োস্কোপ খবর

Latest News

আরজি করে নিহত তরুণীর জন্মদিনে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে! চারদিক থেকে ঝুলছে অগুন্তি চাক! জানেন কোথায় অবস্থিত এই ভাইরাল মৌমাছি বাড়ি? জিওস্টার নেটওয়ার্কে দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল বর্ডার-গাভাসকর ২০২৪-২৫ ট্রফি দিল্লিতে ২০২৫র আগের ৩ ভোটপর্বে এক্সিট পোল কী বলেছিল…ফলাফলে কী এসেছিল? ভূত বাংলায় নাচ অক্ষয়- টাবুর, প্রীতমের সুরে বাজবে শাস্ত্রীয় সঙ্গীত! Video: হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মের শেডের ওপর চড়ে বসেলেন এক ব্যক্তি! প্রায় ৬০০ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানোর পথে আমেরিকা, কাদের ‘আসল ক্যানসার’ বলা হল? পরীক্ষায় দ্বিতীয় হওয়ায় আত্মঘাতী? বর্ধমানের মেসে ছাত্রীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য U-13 MLS Cup: ১২ গোলে জিতল ইন্টার মায়ামি, মেসির ছেলে থিয়াগো একাই করলেন ১১ গোল অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়া-জিতু! প্রকাশ্যে 'চিরদিনই তুমি যে আমার'-এর ঝলক

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.