বাংলা নিউজ > বায়োস্কোপ > Jyotika Jyoti: ছোটবেলায় শহিদ বেদী তৈরি করে ফুল দিতাম, আর এখন…, ২১ ফেব্রুয়ারি আমার কাছে একটা আবেগ: জ্যোতিকা জ্যোতি

Jyotika Jyoti: ছোটবেলায় শহিদ বেদী তৈরি করে ফুল দিতাম, আর এখন…, ২১ ফেব্রুয়ারি আমার কাছে একটা আবেগ: জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

এখন আমি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ‘গবেষণা প্রকশনা বিভাগ’-এ পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি। তাই এবার শিল্পকলা অ্যাকাডেমির তরফেই ভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেব। শহিদ মিনারে ফুল দিতে যাব। এবার তো আমার বড় দায়িত্ব রয়েছে। এবার আমাদের স্লোগান হল ‘বিশ্বের সব মাতৃভাষাকে রক্ষা করবে বাংলাদেশ’।

          জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী, বাংলাদেশ

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।' ছোটবেলায় যখন ২১ ফেব্রুয়ারির ভোরে এই গানটা শুনতাম, তখন মনটা ছটফট করে উঠত। আমি গ্রামে (ময়মনসিংহের গৌরীপুরে) বড় হয়েছি, তাই সেখানে তো খুব বেশি ক্লাব, সংগঠন এসব তখন কিছুই ছিল না।এই দিনটা স্মরণ করতে স্কুলে যেতাম। পাড়ারই কোনও বাড়ির গাছ থেকে ফুল নিয়ে স্কুলের শহিদ বেদীতে ফুল দিয়েছি। গ্রামে বা গ্রামের স্কুলগুলিতে তখন তো আলাদা করে শহিদ বেদী ছিল না, তাই নিজেরাই শহিদ বেদী তৈরি করে সেখানে ফুল-মালা দিতাম।

এরপরে যখন গ্রাম ছেড়ে ঢাকায় আসি, তখনও অনুভব করলাম ২১ ফেব্রুয়ারি দিনটা নিয়ে আবেগ বিন্দুমাত্র কমেনি। সেসময়ও যখন এইদিনে একইভাবে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… গানটা শুনতাম তখনও বুকের ভিতরটা কেমন যেন করে উঠত, অদ্ভুত অনুভূতি হত। ঢাকায় আসার পর শুরুর দিকে আমার সেভাবে বন্ধু-বান্ধব ছিল না। তবু একাই ছুটে যেতাম শহিদ মিনারে, শ্রদ্ধা নিবেদন করতে যেতাম। একইভাবে, সেই ছোটবেলার মতোই ফুল দিতাম।শুধু বড়রা নন, এইদিন শহিদ মিনারের সামনে বহু ছোটরাও ভিড় করে, তাঁরা তাঁদের মুখে হয়ত দেশের পতাকা কিংবা কোনও অক্ষর এঁকে নেন। দেখতে দারুণ লাগে আমার।আমিও বেশ কয়েকবার এঁকেছি। ওইদিন শহিদ মিনারের সামনে অনেকেই থাকেন এগুলি এঁকে দেওয়ার জন্য, ওটা ওঁদের ওই একদিনের ছোট্ট ব্যবসা বলতে পারেন।

আরও একটু পরের দিকে গিয়ে ঢাকায় তখন আমার বেশকিছু বন্ধুবান্ধব হয়েছে। ২১ ফেব্রুয়ারিতে তখন বন্ধুদের সঙ্গে শহিদ মিনারে যেতাম, ফুল দিতাম, সকলের সঙ্গে আল্পনা আঁকতাম। এবং ২০ফেব্রুয়ারী রাত থেকেই তা শুরু হতো।আসলে বন্ধু-বান্ধব থাকাটা বিষয় নয়, বিষয়টা আবেগ। ছোট থেকে সেটা একই থেকে গিয়েছে। 'একুশে ফেব্রুয়ারি…' ওই গানটা শুনলে আজও একই অনুভূতি হয়।

আর এখন আমি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির ‘গবেষণা প্রকশনা বিভাগ’-এ পরিচালক হিসাবে দায়িত্বে রয়েছি। তাই এবার শিল্পকলা অ্যাকাডেমির তরফেই ভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নেব। শহিদ মিনারে ফুল দিতে যাব। এবার তো আমার বড় দায়িত্ব রয়েছে। এবার শিল্পকলা একাডেমির স্লোগান হল ‘বিশ্বের সব মাতৃভাষাকে রক্ষা করবে বাংলাদেশ’।

আমি বলব বিশ্বের সব ভাষাকে অবশ্যই রক্ষা করতে হবে। তবে সব থেকে আগে রক্ষা করতে হবে নিজের মাতৃভাষাকে। যেটা আমাদের মায়ের ভাষা, নিজের ভাষা। আজকাল অবশ্য দেখছি ঢাকায় একধরনের বাংলার চল হয়েছে। যে ধরনের সঙ্গে বাংলার কোনও আঞ্চলিক বা কোন বাংলারই কোনওকালের কোনও যোগই নেই। আজকাল অনেকে দেখছি, সংবাদমাধ্যমের সামনেও কথা বলতে গিয়ে সেধরনের বাংলায় কথা বলে ফেলছেন। তবে আমি এটার পক্ষপাতী নই এক্কেবারে। আমার মনে হয় বাংলাকে বাঁচাতে নিজের আঞ্চলিক ভাষা পাশাপাশি শুদ্ধ বাংলায় কথা বলতে পারতে হবে।

আর যদি নতুন প্রজন্মের কথা বলি, তাঁরা তো অনেকেই ইংরাজি মাধ্যমে পড়েন। বাংলার মধ্যে তাই ইংরাজি ঢুকে পড়ে। আমি বলব, ইংরাজি আন্তর্জাতিক ভাষা, এটা শিখতে হবে, তবে নিজের ভাষার ঊর্ধ্বে কোনও ভাষার স্থান হতে পারে না। বিশ্বের অনেক এমন দেশ আছে, যাঁদের কাছে ইংরাজির প্রয়োজনও বোধ করেন না। তবে আমি অবশ্য সেটার পক্ষে নই, ইংরাজির শেখা হোক তবে নিজের ভাষাকে বাঁচিয়ে। যেদিন থেকে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেদিন থেকে আমাদের এই ভাষার প্রতি দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। এই দায়িত্ব পালন করে চলতে হবে…। সবশেষে বলব, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!/তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!’

 

বায়োস্কোপ খবর

Latest News

কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য রাশিয়া থেকে ভারতমুখী তৈলবাহী জাহাজে হুথি-হানা! আছড়ে পড়ল মিসাইল 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সু কপিল-সুনীল একসঙ্গে ফিরতেই সফল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, জমিয়ে হল পার্টি… Wolverhampton Wanderers vs Luton Town Live Score, Wolverhampton Wanderers 0-0 Luton Town EPL 2023

Latest IPL News

কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.