টেলিপাড়ার নবদম্পতি তাঁরা। বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে। গত মে মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন মিষ্টি সিং ও রোমো দাস। ‘আঁচল’ সিরিয়ালের ভাদু সোমবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বরকে আগলে একগুচ্ছ ছবি দিলেন। বিশেষ দিন, তাই রইল বরের উদ্দেশ্য আদুর বার্তা। জানালেন, রেমোকে বিয়ে করাটা তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত।
সোমবার রেমোর জন্মদিন। বিয়ের পর বরের প্রথম বার্থ ডে। সেই সেলিব্রেশনের মুহূর্তই সোশ্যালে ভাগ করে নিয়েছন মিষ্টি। এই ব্যাপারে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে মিষ্টির সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, ‘রবিবার মধ্যরাত থেকেই সেলিব্রেশন চলছে। ঘনিষ্ঠ বন্ধুরা এসেছিল। ওর বার্থ ডে-র স্পেশ্যাল কেকটা আমার দিদি বানিয়েছে, সুগার টেবিলটা। আর (আজ) রাতে আমরা দুজনে বাইরে ডিনার করব, কয়েকজন বন্ধুও থাকবে। সকাল থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছি। বাড়িতে শাশুড়ি মা নিজের হাতে ওর জন্য রান্না-বান্না করেছেন। বাবা-মা ওকে আর্শীবাদ করলেন। পুরো বাঙালি মেনু।’
মিষ্টি কী রান্না করলেন বরের জন্য? হাসিমুখে জবাব এল, ‘আমি সব রান্না করতে পারি। গাজরের হালুয়া, সিমুইয়ের পায়েস সব করেছি আগে। তবে কোনওদিন (চালের) পায়েস রাঁধিনি। আজ জীবনে প্রথমবার পায়েস রান্না করলাম রেমোর জন্য। তবে বাকি সব রান্না শাশুড়িমা করেছেন। চিঁংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন, পোলাও উনিই করেছেন’।
আর উপহার? রেমোকে কী সারপ্রাইজ গিফট দিলেন মিষ্টি? অভিনেত্রীর জানালেন, ‘এখনও দিইনি ওটা সারপ্রাইজ। দুটো জিনিস নিয়ে একটু ভাবছি। বার্সেলোনাতে ওর গলার চেন চুরি গিয়েছিল। সেটাই দেব, ওটাই সারপ্রাইজ'।
গত ১৮ই মে বিয়ের পর্ব সেরেছিলেন অভিনেত্রী মিষ্টি সিং ও রেমো দাস। রূপকথার পরণিতি পেয়েছে তাঁদের ১৪ বছরের প্রেমের কাহিনি। রেমোর সঙ্গে সম্পর্কে থাকলেও সেই কথা বিয়ের সপ্তাহখানেক আগে পর্যন্ত গোপন রেখেছিলেন মিষ্টি। বিয়ের পর ইউরোপে হানিমুন ট্রিপে গিয়েছিলেন তাঁরা। স্পেনে চুরি যায় রেমোর চেন, বরের জন্মদিনে তাই এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে! এদিন সোশ্যালে মিষ্টি লেখে, ‘তোমার আগে আমি দুনিয়া দেখিনি, যখন আমার তোমাকে দরকার পড়েছে, তুমি পাশে থেকেছো। তুমি আমার জীবনে ঘটা সেরা অ্যাক্সিডেন্ট। আমার সব দুষ্টুমি সহ্য করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য ধন্যবা। ২০ বছরের বন্ধুত্ব অটুট, এটা জারি থাকবে বর… শুভ জন্মদিন বেটারহাফ’।
বিয়ের পর বাংলা মিডিয়াম ধারাবাহিকে সুহানার চরিত্রে দেখা মিলেছিল মিষ্টির। সম্পূর্ণা লাহিড়ির বদলি হিসাবে দেখা মিলেছিল তাঁর। সেই মেগা শেষ হওয়ার পর এখনও নতুন কোনও প্রোজেক্টে দেখা মেলেনি তাঁর। মিষ্টিকে ছোটপর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।