ছোটপর্দার ‘মিঠাই’, এই নামেই তাঁর পরিচিতি। তবে এবার সৌমিতৃষা কুণ্ড নামেও নিচের পরিচিত তৈরি করছেন অভিনেত্রী। এখন তিনি আবার দেবের নায়িকা। সৌজন্যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি ‘প্রধান’। সুপারস্টার দেবের বিপরীতেই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা।
তবে শুধু প্রধান নয়, মিঠাই-এর হাতে ইতিমধ্যেই হাজির আরও একটি ছবির কাজ। যদিও সেকথা এখনই কিছু ফাঁস করতে চান না অভিনেত্রী। সোমবার 'মিঠাই'-এর পুনঃসম্প্রচারের কথা সামনে আসতেই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলেন সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলায় ফের 'মিঠাই' আসার খবর আমাদের কাছ থেকেই প্রথম শুনে সৌমিতৃষা ভেবেছিলেন 'মিঠাই-২' আসছে। আর সেকথা ভেবেই সৌমিতৃষা বলে বলেন, ‘যিনি অভিনয় করছেন তাঁর জন্য শুভেচ্ছা রইল।’
তবে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে তাঁর ভুল ভাঙিয়ে জানানো হয়, 'মিঠাই-২' নয়, তাঁর জনপ্রিয় ধারাবাহিকটিই পুনঃসম্প্রচার হবে, আর সেটাও দর্শকদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এবং ধারাবাহিকের জনপ্রিয়তার জন্য। তাতে অবশ্য বেশ খুশিই হন সৌমিতৃষা।
আরও পড়ুন-বড় পর্দা ছেড়ে এবার বাংলা সিরিয়ালে অভিনয় করবেন সাহেব, ছোটপর্দায় ফিরছেন অর্জুনও
আরও পড়ুন-দারুণ খবর! TV-পর্দায় আবারও ফিরছে 'মিঠাই', কী বলছেন সৌমিতৃষা?
তবে অভিনেত্রীর কথার প্রসঙ্গ ধরেই তাঁকে প্রশ্ন করা হয় সত্য়িই যদি মিঠাই-২ এর প্রস্তাব আসেন রাজি হবেন?
সৌমিতৃষা: মিঠাই ২ এলে যে করবে তাঁকে বলব All the Best।
অর্থাৎ তুমি করতে চাইবে না?
সৌমিতৃষা: আপাতত তো ছোটপর্দায় কাজ করছি না, সেটাই ঠিক করেছি। নিজেকে ওই 'মিঠাই' ইমেজ থেকে বের করে এবার একটু দর্শককে নতুন ভাবে চেনাতে চাই। আর তাই এখন যদি মিঠাই-২ আসে তাহলে কীভাবে করব! পরে হলে নিশ্চয় ভেবে দেখব। তবে আমার মনে হয় না বাংলা ধারাবাহিকের ইতিহাসে কখনও সিক্যুয়েল এলে 'কাস্ট রিপিট' হয়েছে বলে, যেমন ‘এখানে আকাশ নীল’ বা অন্য কোনও ধারাবাহিক। দর্শক যদি কাউকে আড়াই বছর ধরে দেখে ফেলে, তাহলে ওই একই বিষয়ে একই অভিনেত্রীকে কেউ দেখতেও চাইবেন না। এটাই হয়ত কারণ। তাই যতই '২' আসুক, দেখা যায় কাস্ট বদলে গিয়েছে। তবে ওয়েব বা সিনেমার ক্ষেত্রে বিষয়টা আলাদা। একই অভিনেতারা কাজ করেন। তবে যদি পুরনো কাস্টকে নিয়ে সত্যিই কখনও মিঠাই-২ হয়, তাহলে তো ভালোই।
প্রধান-এর শ্যুটিং কতদূর?
সৌমিতৃষা: হয়েই তো গেল, আর মাত্র ২ দিন শ্যুটিং বাকি। এই দুইদিন কলকাতাতেই হবে। আর এটা ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে এখনও পর্যন্ত শুনেছি।
পুজোয় কী করলেন?
সৌমিতৃষা: পুজোয় আলাদা করে কিছুই করিনি। পরিবারের সঙ্গেই ছিলাম। কারণ পুজোর আগেও শ্যুটিং করেছি, পরেও করছি। তাই পুজোটা শুধু পরিবারের জন্য। দীপাবলিতেও বাড়িতেই থাকব। কোনও আলাদা পরিকল্পনা নেই। তবে ডিসেম্বরের দিকে পাহাড়ে বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে।
‘প্রধান’ ছাড়া আর কোনও ছবি করছেন?
সৌমিতৃষা: হ্যাঁ, আছে। তবে এখনই কিছু বলতে চাই না। আগে 'প্রধান'এর সবকিছু মিটে যাব, তারপর ওটা নিয়ে কথা বলব।