Prasun Gain got Married: চুপি চুপি 'ডেস্টিনেশন ওয়েডিং' সারলেন 'নিম ফুলের মধু'র পর্নার ছোটকা, প্রসূন গাইনের পাত্রী কে?
Updated: 15 Feb 2024, 04:24 PM IST Neem Phuler Madhu, actor Prasun Gain, Prasun Gain get married, প্রসূন গাইন Ranita Goswami 15 Feb 2024চুপি চুপি বিয়ে করলেন কেন? এপ্রশ্নে প্রসুন গাইন Hindustan Times Bangla-কে জানান, আসলে বিয়ের বিষয়টা খুব বেশি জানাতেই চাইনি। তবে মিডিয়ার কিছু লোকজন দেখছি ঠিক খবর পেয়ে গিয়েছে। (হাসি) প্রথমে আমরা বিয়েতে খুব বেশি খরচ, জাঁকজমক করতে চাইনি। তাই শহর থেকে দূরে এই ডেস্টিনেশন ওয়েডিং-এর পরিকল্পনা।
চুপি চুপি বিয়ে সারলেন ‘নিম ফুলের মধু’র পর্ণার ছোটকা ওরফে অভিনেতা প্রসূন গাইন। নিজের বিয়ের খবর বিশেষ কাউকেই টের পেতেই দেননি অভিনেতা প্রসূন। ১২ ফেব্রুয়ারি শহর থেকে দূরে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন পর্ণার ছোটকা।
পরবর্তী ফটো গ্যালারি