টিআরপি তালিকায় সাত নম্বর থেকে সোজা চার নম্বরে উঠে এসেছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’। এই সপ্তাহে রেটিং চার্টে সবচেয়ে বড় চমক এই মেগার। শঙ্কর-ঐশানি এবং টিম ‘হরগৌরী পাইস হোটেল’-কে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে দর্শক। এই সপ্তাহে তাদের সংগ্রহে ৭.১ নম্বর। জগদ্ধাত্রীর ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে এই মেগা। দিন কয়েক আগেই রটেছিল সিরিয়াল বন্ধের গুজব। সেই জল্পনায় আগেই জল ঢেলেছিল টিম, এবার টিআরপি চার্টে ম্যাজিক দেখালো যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা।
হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সিরিয়ালের শঙ্কর মানে অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে। গলায় চাপা উত্তেজনা। রাহুল বললেন- ‘খুব ভালো লাগছে। শুরুতে আমাদের ধারাবাহিক ৫ দিন সম্প্রচারিত হত, এখন সপ্তাহে ৭দিন হচ্ছে। রাত ১০টায় খুবই ভালো পারফরম্যান্স। শুরু থেকেই আমরা ভালোবাসা পেয়েছি, এখন আরও বেশি করে পাচ্ছি। আমরা বুঝতে পারছি দর্শক আমাদের ভালোবাসা দিচ্ছে। সবাই খুব খুশি। বৃহস্পতিবার সাড়ে ১০টা থেকে ১১টা সবাই চাপে থাকি। ভালো হলে আধ ঘন্টা সবাই খুশি থাকে, তারপর আবার কাজে লেগে পড়া।’
আর প্রযোজক জুটি কী বলছেন? হাসি মুখে শঙ্কর জানালেন- ‘ওঁনারা খুশি। আমাদের কমবেশি হলেও উৎসাহ সবসময় থাকে। নীলাঞ্জনাদি তো আমাদের পরিবার, আজও সেটে এসেছিলেন। যিশুদা মুম্বই রওনা দিয়েছেন। যখন শুরু করেছিলাম, আমাদের নীলাঞ্জনাদি বলত রেটিং সাতে পৌঁছাতে হবে। আজ ১০ মাস পর সেটা অ্যাচিভ করতে পারলাম, তবে একদিন করলে হবে না। এটা ধরে রাখতে হবে।’
টিআরপি-র জেরে আজকাল তিন-চার মাসেই বন্ধ হচ্ছে একের পর এক মেগা। গত মাসেই রটেছিল হরগৌরী পাইস হোটেল বন্ধ হচ্ছে। নিন্দকদের কড়া জবাব এই সাফল্য। রাহুল বললেন- ‘আজকাল টিআরপি নিয়ে সবাই চাপে থাকে। ব্যক্তিগতভাবে আমাদের ভালো লাগার কারণ গুজব রটেছিল জুলাইতে নাকি ‘হরগৌর পাইস হোটেল’ বন্ধ হয়ে যাবে, সেখানে জুলাইয়ের শুরুতেই আমাদের এত ভালো ফল। হয়ত এবার লোকে বিশ্বাস করবে। আমরা ছিলাম, আছি আর থাকব’।