তাঁর সমসাময়িক টলিপাড়ার বহু অভিনেত্রীই বিয়ে করে ফেলেছেন। অনেকে আবার মা-ও হয়ে গিয়েছেন। তবে মিমি চক্রবর্তী এখনও সিঙ্গল। মিমি সুন্দরী, প্রতিষ্ঠিত, আবার সাংসদও বটে, এমন মানুষের কি সত্যিই প্রেমিক নেই! এমন প্রশ্ন বহু মানুষের মনেই ঘোরাফেরা করে। সম্প্রতি, মিমির এক অনুরাগী সাহস করে তাঁকেই বিষয়টা জিগ্গেসও করে বসলেন। এমন প্রশ্নে কী বললেন মিমি?
নাহ, মিমি নিরাশ করেননি। উত্তর দিয়েছেন। সম্প্রতি, ইনস্টাগ্রামে অনুরাগীদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন মিমি চক্রবর্তী। যেখানে অভিনেত্রীর নতুন ছবি থেকে রূপচর্চার রহস্য, একাধিক বিষয়ে প্রশ্ন উঠে এসেছে। মিমি উত্তরও দিয়েছেন। এক অনুরাগী মিমির কাছে তাঁর প্রেমিককে দেখার আবদার করে বসেন। নাহ, মিমি রেগে যাননি। উত্তরে লিখেছেন, ‘আমিও দেখতে চাই।’ তবে মিমি আবারও পাল্টা প্রশ্ন করেন, ‘BF- মানে প্রেমিক নাকি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে সেটা তো সকলেই জানেন। আমার মনে হয় উনি প্রেমিকের কথাই জিগ্গেস করছেন। তাকে আমিও দেখতে চাই।’
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
আরও পড়ুন-পর্দার 'খড়ি'র জন্মদিন, স্মৃতিতে ভাসলেন 'গাঁটছড়া'র দ্যুতি
এরও আগেও মিমি কোনও সম্পর্কে রয়েছেন কিনা, তিনি কবে বিয়ে করবেন? এসব নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। মিমিও রাখঢাক না করে উত্তর দিয়েছেন। এদিকে কাজের ক্ষেত্রে বহুদিন হল মিমি চক্রবর্তীকে বড়পর্দায় দেখেনিনি দর্শক। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'খেলা যখন'-এ। তবে এবার পুজোয় মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'রক্তবীজ' যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে মিমিকে। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি।
এছাড়াও নিজের প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মিমি চক্রবর্তী। যেখানে মিমির বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতেও মিমি অভিনয় করবেন বলে খবর।