'চল চল নাচ প্র্যাকটিস করি', বলতে না বলতেই অপরাজিতা শুরু করে দিলেন ‘মম চিত্তে নিতি নৃত্যে’। তারপরই রান্নাঘরে দেখা গেল অপরাজিতা আঢ্যকে, নাচতে নাচতেই বললেন, ‘আমি যতদিন বাঁচব, জমিয়ে বাঁচব।’ বর্ষীয়ান অভিনেতা চন্দন সেন অপরাজিতাকে দেখিয়ে প্রশ্ন করলেন, ‘কেমন লাগল আপনাদের?’ আর তারপরই অভিনেত্রীর পর্দার ছেলেকে বলতে শোনা গেল, মা-কে নিয়ে আর পারা যায় না!
ভাবছেন তো এসব কী! আসলে এসবই ঘটেছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'জল থই থই ভালবাসা'র শ্যুটিং সেটে। শ্যুটিং-এর কিছু মুহূর্তই তুলে ধরা হয়েছে ধারাবাহিকের প্রমোয়। যেখানে অভিনেতা-অভিনেত্রীদের মেকআপ করা থেকে শর্ট দেওয়া সবই উঠে এসেছে। ক্য়াপশানে লেখা হয়েছে ‘জল থই থই ভালবাসা-র শুটিং-এর কিছু ঝলক ও হই হুল্লোড় রইল আপনাদের জন্য। জমিয়ে বাঁচার গল্প নিয়ে আসছে জল থই থই ভালবাসা ২৫শে সেপ্টেম্বর থেকে সোম-রবি ৯ PM-এ ।’
আরও পড়ুন-কাউন্টডাউন প্রায় শেষ! আর মাত্র ২ দিনের অপেক্ষা, শ্বেতার ছবি দিয়ে লিখলেন রুবেল, বিয়ে নাকি?
আরও পড়ুন-মার্কিন মুলুকেও শাহরুখ রাজত্ব, আমেরিকার বক্স অফিসে সেরা ৫-এ 'জওয়ান'
জল থই থই ভালবাসা কোজাগরী বসুর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। আর তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা চন্দন সেনকে। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে নতুন সফর শুরু করছেন অনুষা বিশ্বনাথন। রয়েছেন আলতো ফড়িং-এর অর্ণব বন্দ্যোপাধ্যায়। দেখা যাবে টেলি ধারাবাহিক 'মিলি' খেয়ালী মণ্ডলকে।
প্রসঙ্গত এই ধারবাহিকের হাত ধরেই বহুদিন পর আবারও টেলিপর্দার ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা। টেলিভিশনে তাঁর পারিশ্রমিক নিয়েও চর্চা শুরু হয়। শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি অনেক টাকা চাইছেন। সে গুঞ্জনেই অপরাজিতা বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল টেলি ধারাবাহিকে কেন দেখা যাচ্ছে না। আমি তখন বলি, আমাকে কাস্ট করতে গেলে গল্প নিয়ে, চরিত্র নিয়ে ভাবতে হবে। সেসঙ্গে বলি, আর টাকা পয়সার বিষয়টাও রয়েছে। তবে আমি এটা বলিনি, যে অনেক টাকা লাগবে!’
এর আগে জি বাংলায় অপরাজিতা আঢ্যের 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকটি ছিল বেশ জনপ্রিয়। লক্ষ্মীকাকিমার পর অপরাজিতা আসছেন 'কোজাগরী' হয়ে।