বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan Lucky Bracelet: সলমনের ফিরোজা ব্রেসলেট কোন তারকার হাতে? জারিজুরি চোখ এড়াল না ভক্তদের

Salman Khan Lucky Bracelet: সলমনের ফিরোজা ব্রেসলেট কোন তারকার হাতে? জারিজুরি চোখ এড়াল না ভক্তদের

সলমনের ফিরোজা ব্রেসলেট কোন তারকা ধার নিলেন?

সলমন খানের হাতের ফিরোজা ব্রেসলেট ইদ পার্টিতে দেখা গেল অন্য তারকার হাতে। ভিডিয়োতে দেখে নিন কোন তারকা ধার নিলেন তা ভাইজানের থেকে!

সলমন খানকে তাঁর ফিরোজা ব্রেসলেট ছাড়া কখনোই দেখতে পাওয়া যায় না। তবে শনিবার ইদের দিন তার ব্যতিক্রম হয়েছে বলেই মনে করছেন খান ভক্তরা। শুক্রবার সলমন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমির খানের সঙ্গে দেখা করেন। ভক্তদের ইদের শুভেচ্ছা জানাতে সেই সময় আমিরের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন।

পরে শনিবার সন্ধ্যায়, আমিরকে দেখা যায় সলমনের বোন অর্পিতা খান ও বোনের বর আয়ুশ শর্মার বাড়ির ইদের পার্টিতে যোগ দিতে। তিনি একটি লাল কুর্তা এবং নীল জিন্স পরেছিলেন। তবে সবচেয়ে বেশি যে দিকে সকলের নজর যায় তা হল আমিরের ডান হাতের কব্জিতে ফিরোজা ব্রেসলেট। যদিও সেটা তার হাতে একটু বেশিই ঢিলেঢালা মনে হল। সলমন ইদের পার্টিতে পরেছিলেন কালো ফুলহাতা শার্ট আর নীল জিন্স। তবে জামার ফাঁকা দিয়ে ব্রেসলেট চোখে আসেনি। তাই নিশ্চিত করে বলা সম্ভব নয়, সলমনের হাতে সত্যিই ব্রেসলেটটি ছিল কি না!

তবে এরপর আমির যখন পার্টি ছেড়ে বের হয়ে যান তখন তাঁর হাতে আর দেখা যায়নি ব্রেসলেটখানা। তাঁর থেকেই আপাতদৃষ্টিতে ধারণা করা হচ্ছে তিনি ফেরত দিয়ে দেন তা সলমনকে। এবং গোটা বিষয়টা চোখ এড়ায়নি সলমন ভক্তদের।

এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমির মনে হয় সলমন ভাইয়ের থেকে ব্রেসলেটটা একদিনের জন্য পরতে নিয়েছিল। আজ সকালে (ইদের সকালে) যখন হাত নাড়তে বারান্দায় এল তখনও হাতে ছিল না, আমার চোখে পড়েছে। তারপর দেখি আমিরের হাতে।’

অপর আরেক ভিডিয়োতে কমেন্ট পড়েছে, ‘মনে হচ্ছে পার্টি শেষে ব্রেসলেটটি আমির ফিরিয়ে দিয়ে গেলেন সলমনকে। ১ দিনের জন্য কী ধার নিয়েছিলেন তাহলে!’

এর আগে সলমন এক সাক্ষাৎকারে তাঁর হাতের ফিরোজা পাথরটি সম্পর্কে বলেছিলেন, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন