পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের জন্মদিনে অ্যালবাম থেকে একাধিক পুরনো ছবি কোলাজ করে শেয়ার করেছেন অভিনেতা অনিল কাপুর। কোলাজে দেখা গিয়েছে ফারহার সঙ্গে পুরনো এবং এখনকার ছবি। তারই মধ্যে একটি ছবিতে রয়েছে চমক।
শাহরুখ খান, সলমন খান, করণ জোহর নাচ করছেন ফারহা, অনিলের সঙ্গে। মাহিপ এবং সঞ্জয় কাপুরের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের সেই ছবি। অনিলের কোলাজ করা ছবি ইনস্টা স্টোরিতে রি-শেয়ার করে ফারহা লেখেন, ‘পাজি, তোমার জন্য ভালোবাসা রইল। তুমি সেরা’। আরও পড়ুন: অর্জুনকে বলে লাঞ্চের ব্যবস্থা করালেন মালাইকা, বিশেষ ভাবে জন্মদিনটা কাটালেন ফারহা
ফারহা খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনিল কাপুর লিখেছেন, ‘পাজি ওরফে ফারহা। তুমি আমাকে বলতে থাকো আমি সেরা, কিন্তু তুমি সেরাদের থেকেও ভালো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং নজর না লাগে হামারি দোস্তি অউর পেয়ার কো। আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আশা করি আমাদের বন্ধুত্ব চিরকাল এভাবেই থাকবে। শুভ জন্মদিন আমার প্রিয় ফারহা খান।’
দেখুন সেই ছবি-

অনিল কাপুরের শেয়ার করা ছবি
৯ জানুয়ারি পরিচালক ফারহা খানের জন্মদিনে বিশেষ আয়োজন করেছিলেন মালাইকা আরোরা। ‘ঝলক দিখলা জা’র সেটেই একটু অন্য ভাবে পালন হল ফারহার জন্মদিন। এ দিন দুুপরে একসঙ্গে বসে সকলে লাঞ্চ করেছেন। আর অর্জুন কাপুরকে কল করে সেই সমস্ত দুপুরের খাবারের আয়োজন নিয়ে করেছেন মালাইকা।
‘ঝলক দিখলা জা’র শ্যুটিংয়ের ফাঁকে বসে জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন ফারহা। সেখানে দেখা গিয়েছে রবিনা ট্যান্ডনকেও। রাজমা, মটন পোলাও আরও অনেক খাবার টেবিলে সাজানো, সকলে মিলে একসঙ্গে বসে খাচ্ছেন। এত সব খাবারের জন্য অর্জুন কাপুরকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন ফারহা। যুজবেন্দ্র চাহালও ছিলেন সেখানে।