২০০৪ সালে মুক্তি পায় ম্যায় হুঁ না। শাহরুখ খান এবং সুস্মিতা সেন অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। অর্জন করেছিল খ্যাতি। তবে সম্প্রতি এই ছবির বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন ফারাহ খান। জানালেন এই ছবির জন্য রাখি সাওয়ান্ত ঠিক কী ভাবে অডিশন দিতে এসেছিলেন।
ম্যায় হুঁ নার শ্যুটিংয়ে কী করেছিলেন রাখি?
সম্প্রতি মুকেশ ছাবরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক ফারাহ খান জানিয়েছেন দার্জিলিংয়ে যখন ম্যায় হুঁ না ছবির শ্যুটিংয়ের শুরু হয়ে গিয়েছে তার দুদিন পর সেখানে এসে পৌঁছান রাখি সাওয়ান্ত। তিনি আরও জানান তাঁরা নাকি ততদিনে অন্য আরেকজন অভিনেত্রীকে বেছে নেন সেই চরিত্রের জন্য। কিন্তু সেই অভিনেত্রীর মা চেয়েছিলেন যাতে তাঁরা সেই একই হোটেলে থাকেন যেখানে শাহরুখ খান আছেন। এরপর ফারাহ খান রাখি সাওয়ান্তের একটি পরীক্ষা নেন।
আরও পড়ুন: শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ এবার বড় পর্দায়, নাম ভূমিকায় সৃজিত ঘরণী মিথিলা, কবে মুক্তি পাচ্ছে ছবি?
সেই অডিশনে রাখি সাওয়ান্ত একটা বিকিনির উপর বোরখা পরে এসেছিলেন। এসেই তিনি সবাইকে চমকে দিয়ে বোরখা খুলে ফেলেন। সেটা দেখে গোটা ক্যামেরা কাঁপতে শুরু করে। অডিশনে এমন চমক দেওয়ার পর যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে এই চরিত্রটা দেওয়া হয়নি। কারণ রাখির তখন কমলা রঙের চুল ছিল। এরপর যখন উনি দার্জিলিংয়ে আসেন শ্যুটিংয়ের জন্য ওঁরা ভীষণই চিন্তিত হয়ে পড়েন যে কী ভাবে তাঁর সেই কমলা রঙের চুল ঢাকবেন। কিন্তু রাখি চান তবে সেই রঙিন চুল দেখাতে। শেষ পর্যন্ত সেটাই হয়।
রাখির প্রসঙ্গে আর কী জানালেন ফারাহ?
ফারাহ এই সাক্ষাৎকারে জানান রাখি সাওয়ান্তের সঙ্গে কাজ করা মানেই দারুণ মজা। রাখি এই ছবির শ্যুটিংয়ের সময় খালি একটাই আবদার করেছিলেন যাতে তাকে শাহরুখের পাশে বা পিছনেই দাঁড় করানো হয় কোনও গানের শ্যুটিংয়ের সময়। তাতেই উনি খুশি।
আরও পড়ুন: দ্বিতীয়দিনেই হুহু করে বাড়ল ব্যবসা, ১৮ কোটি আয় করে দুই দিনে মোট কত ঘরে তুলল অজয়ের ‘শয়তান’?
ম্যায় হুঁ না প্রসঙ্গে
ম্যায় হুঁ না ছবিটি ২০০৪ সালে মুক্তি পেয়েছিল। এখানে শাহরুখ খান, সুস্মিতা সেন ছাড়াও ছিলেন অমৃতা রাও, জায়েদ খান, সুনীল শেট্টি প্রমুখ। বক্স অফিসে দারুণ হিট করেছে এই ছবিটি।