বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam-Satish:'একদম মিস করি না, কারণ', সতীশ কৌশিকের মৃত্যুর বছর পার! স্মৃতি হাতড়ে বন্ধুর জন্য আবেগঘন পোস্ট অনুপমের

Anupam-Satish:'একদম মিস করি না, কারণ', সতীশ কৌশিকের মৃত্যুর বছর পার! স্মৃতি হাতড়ে বন্ধুর জন্য আবেগঘন পোস্ট অনুপমের

সতীশ কৌশিকের মৃত্যুর বছর পার!

Anupam Kher-Satish Kaushik: গত বছর দোলের পরদিন না ফেরার দেশে পাড়ি দেন সতীশ কৌশিক। তাঁর মৃত্যুর এক বছর পার। বন্ধুর স্মৃতি হাতড়ে কী লিখলেন অনুপম খের?

গত বছর দোলের ঠিক পরদিন ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সতীশ কৌশিক। গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যেতে যেতেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সতীশ কৌশিকের মৃত্যুতে ভীষণ ভাবে ভেঙে পড়েন তাঁর বন্ধু অনুপম খের। এই এক বছর প্রয়াত অভিনেতার পরিবারের পাশে ছিলেন তিনি। এদিন বন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে কী লিখলেন তিনি?

সতীশ কৌশিকের মৃত্যুবার্ষিকীতে পোস্ট অনুপমের

এদিন অনুপম খের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সতীশ কৌশিকের সেখানে তাঁকে ভিডিয়ো দেখতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি পোস্ট করে অনুপম লেখেন, ' আমার আদরের সতীশ! ঠিক এক বছর আগে আমার জন্মদিনের দিন ৭ মার্চ আমি তোমায় এই ভিডিয়োটা দেখিয়েছিলাম তোমার অফিসে বসেই। আর তোমার অজান্তেই তোমার রিঅ্যাকশন রেকর্ড করে রেখেছিলাম। আর এই ৯ মার্চ তোমার না থাকার এক বছর হয়ে গেল।'

আরও পড়ুন: 'আর একটু হলেই...' ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা সায়ক চক্রবর্তী, ভেঙে চুরমার গাড়ির সামনের অংশ

আরও পড়ুন: 'শেষ কথা কে বলবে...' মেঘ-ময়ূরী-নীলের সফর শেষ, ইচ্ছে পুতুলের শেষদিনে কী লিখলেন মৈনাক-তিতিক্ষারা?

তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'কিন্তু আমার জন্য তুমি সবসময় এমনই থাকবে। প্রাণবন্ত, সহজ সরল। আমার সেরা বন্ধু। কিন্তু আমি তোমায় মিস করি না। কারণ তুমি আমার কাছেই আছ। আর এটা একদমই মিথ্যে নয়। কিন্তু আমি তোমার কথা, জোকস এগুলো মিস করি।' এই পোস্টটি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করেন।

সতীশ কৌশিককে শেষবার কাগজ ছবিতে দেখা গিয়েছে। এখানে তাঁর সঙ্গে অনুপম খেরকেও দেখা গিয়েছে। সতীশ কৌশিক যে কেবল একজন অভিনেতা ছিলেন সেটাই নয়। তিনি একজন পরিচালক এবং প্রযোজকও ছিলেন। তাঁর পরিচালনায় বানানো সেরা ছবি হল সলমন খান অভিনীত তেরে নাম, করিশ্মা কাপুর এবং তুষার কাপুর অভিনীত মুঝে কুছ কেহনা হ্যায়। তাঁর একটি মেয়েও আছে।

আরও পড়ুন: পায়েলের বিপরীতে এবার পরমব্রত! কোথায় কবে থেকে শুরু হচ্ছে জিনাত আমানের বায়োপিকের শ্যুটিং?

আরও পড়ুন: পথের মাঝে আচমকা কিছু সামনে এলে অ্যালার্ম দেবে চশমা! দাদাগিরিতে খুদেদের কীর্তিতে চমকিত সৌরভ

সতীশ কৌশিক ন্যাশনাল স্কুল অব ড্রামা অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রাক্তন ছাত্র। তাঁর করা সেরা ছবিগুলোর অন্যতম হল জানে ভি দো ইয়ারো, মিস্টার ইন্ডিয়া, উড়তা পঞ্জাব, দিওয়ানা মাস্তানা, ইত্যাদি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.