বড় পর্দায় ফের ধামাকা ঘটিয়ে ফিরলেন অজয় দেবগন। এবারে তাঁর সঙ্গী আর মাধবন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁদের হরর ঘরানার ছবি শয়তান। এই ছবিটি মহাশিবরাত্রির দিন মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে তার শুরুটা বেশ ভালোই হয়েছে। দ্বিতীয় দিনে অনেকটাই বাড়ল আয়ের পরিমাণ।
শয়তান ছবির বক্স অফিস কালেকশন
অজয় দেবগন অভিনীত শয়তান ছবিটি শুক্রবার অর্থাৎ মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৪.৭৫ কোটি টাকা আয় করেছে। কিন্তু শনিবার আসতেই আচমকা অনেকটাই বেড়ে যায় সেই পরিমাণ। দ্বিতীয় দিন বক্স অফিসে এই ছবিটি ১৮.২৫ কোটি টাকা আয় করেছে। ফলে প্রথম দুই দিনে এটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি টাকায়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
আরও পড়ুন: 'আর একটু হলেই...' ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা সায়ক চক্রবর্তী, ভেঙে চুরমার গাড়ির সামনের অংশ
শয়তান নিয়ে দর্শকদের মধ্যে ধীরে ধীরে যে ক্রেজ তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে প্রথম সপ্তাহের শেষেই এই ছবিটি বক্স অফিসে ৫০ কোটি টাকা তুলে ফেলতে পারবে। শনিবার সিনেমা হলে শয়তান ছবিটির মোটামুটি অকুপেন্সি ছিল ৩৩.৬৫ শতাংশ।
শয়তান ছবি প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। এটি আদতে একটি গুজরাটি ছবি ব্যাসের রিমেক। এখানে মুখ্য ভূমিকায় অজয় দেবগন ছাড়াও আছেন আর মাধবন, জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, অঙ্গদ রাজ, প্রমুখ।
আরও পড়ুন: 'এসব ভুলেও শুনিনি ছোটবেলায়...' দুশ্চিন্তা - উদ্বেগ সবই ইন্টারনেটের দান! দাবি জয়ার
আরও পড়ুন: বিয়ের পর শ্রীময়ীকে রাত জাগাচ্ছেন কাঞ্চন! অভিনেত্রী বললেন, 'আমায় কি এখনও...'
অজয়ের অন্যান্য প্রজেক্ট
অজয় দেবগনকে আগামীতে ময়দান ছবিতে দেখা যাবে। এখানে অজয় দেবগন ছাড়াও আছেন গজরাজ রাও, প্রিয়মণি প্রমুখ। দেখা মিলবে একাধিক বাংলা তারকাদের। আছেন আরিয়ান ভৌমিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি ইদের দিন মুক্তি পাবে। এপ্রিল মাসে অজয়ের ময়দানের সঙ্গে মুখোমুখি হবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া।