বলিউডের দিওয়ালি পার্টি মানেই চাঁদের হাট। সেরা আয়োজক হিসাবে কোন তারকা কাকে টেক্কা দেবে সেদিকে চোখ থাকে সকলের। পাশাপাশি কোন তারকা ফ্যাশন আর স্টাইলের মামলায় অপরকে পিছনে ফেলবে, সেই দিকে তাকিয়ে থাকে ফ্যাশন বোদ্ধারা। বলিউডের অন্যতম চর্চিত দিওয়ালি পার্টি মণীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ। সেখানে ভিড় জমান বি-টাউনের প্রথম সারির তারকারা। এবারও তাঁর অন্যথা হয়নি।
মণীশের দিওয়ালি পার্টির অন্দরে কী হয় এবার সেই নিয়ে বেফাঁস কোরিওয়াগ্রাফার-পরিচালক ফারহা খান। ভারতী সিংকে ফারহা জানান, ‘মণীশের পার্টিতে ওই সকলকে পোশাক দেয়। কিন্তু সেটা আমাদের পরের দিন ফেরত দিয়ে দিতে হয়’। একথা শুনে চমকে যান ভারতী-হর্ষ।
এরপর ফারহা যোগ করেন, ‘সকলে ওর কাছে আবদার করে তারা পার্টিতে আসবে যদি ও তাদের জন্য একটা আউটফিট ডিজাইন করে দেয়। এটা মণীশের জন্যও লাভজনক হয়, কারণ লোকজন ওর কালেকশন দেখার সুযোগ পায়। বলতে পারেন ওটা একটা ফ্যাশন শো-এর মতো, সেখানে এ-লিস্টার তারকারা ওর পোশাক পরে পার্টিতে আসে’।
এই বছরও মণীশ মালহোত্রার পার্টিতে হাজির ছিলেন সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, জাহ্নবী কাপুর, ভূমি পেদনেকর, রাধিকা মদন, সোনম কাপুররা। পৌঁছেছিল বলিউডের হ্যাপেনিং কপল আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডেও। যাদের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই!
দীর্ঘদিন পরিচালনা থেকে দূরে রয়েছেন ফারহান। তবে সূত্রের খবর, শাহরুখ খানের সঙ্গে একটি চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে ‘মেয় হু না’ পরিচালকের। সূত্রের খবর, ‘মেয় হুঁ না ধাঁচের একটি মাল্টি জঁর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন ফারহা। সেই ছবি শাহরুখই প্রযোজনা করবেন। প্রি-প্রোডাকশন চলছে’।
শোনা যাচ্ছে, ভূষণ এবং রোহিত শেট্টির সঙ্গে দুটো পৃথক ছবি নিয়ে আলোচনা চলছে ফারহার। 'চুপকে চুপকে ২.০'-র চিত্রনাট্য নাকি লক করে ফেলেছেন ফারহা খান।