ফিভার এফএম এখন হ্যাপেনিং! এখানে যে কেবল বিভিন্ন ধরনের গান শোনা যাচ্ছে সেটাই নয়, এই এফএমের তরফে একটি নাটকের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আর সেখানে কোন গল্প নাটক হিসেবে তুলে ধরা হবে জানেন? ফেলুদার গোলাপি মুক্তার রহস্য। ফেলুদা আর কবেই বা পুরনো, একঘেঁয়ে হয়েছে বলুন! ফেলুদা চিররঙিন। তাই তো ফিভার এফএমের এই নতুন উদ্যোগের সঙ্গী মিস্টার প্রদোষ চন্দ্র মিটার!
ফিভার এফএমের এই থিয়েটার ফেস্টিভ্যালে তাদের সঙ্গে হাত মিলিয়েছে অঙ্কুর নাট্যদল। তাঁরা এই নাট্যউৎসবে পারফর্ম করবেন সত্যজিৎ রায়ের গোলাপি মুক্তার রহস্য গল্পটি। এটির পরিচালনা করেছেন শুভদীপ চক্রবর্তী। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন নবারুণ বসু। অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে ফেলুদার চরিত্রে। তোপসে হয়েছেন চয়ন রায়, জটায়ু হয়েছেন খোদ পরিচালক অর্থাৎ শুভদীপ চক্রবর্তী। সিধু জ্যাঠার চরিত্রে দেখা যাবে পঞ্চানন বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: জন্মের পরই হাসপাতালে অন্য পরিবারের কাছে চলে যান রানি! কী করে মেয়েকে খুঁজে পান কৃষ্ণা মুখোপাধ্যায়?
কবে হবে এই অনুষ্ঠান? কোথায় হবে?
শনিবার, দুপুর দুটো থেকে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC তে অনুষ্ঠিত হবে। থার্ড বেল ডট ইনে টিকিট পাওয়া যাচ্ছে এই শোয়ের।
এই থিয়েটার ফেস্টিভ্যাল সম্পর্কে কে কী বললেন?
পরিচালক শুভদীপ চক্রবর্তী ফিভার এফএম এবং তাঁদের এই যথ উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন, 'ধূধূ মরুভূমির মধ্যে দিয়ে যে রহস্যের সমাধানে যাওয়া যায় সেটা সত্যজিৎ রায়ের ফেলুদাই বুঝিয়েছে। ফলে এই নাটকটি আমরা যতবার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি ততবার দর্শকদের আমরা নিজেরাও যেন উত্তেজিত বোধ করছি, নিজেদের ছোটবেলায় ফিরে যাচ্ছি। ফেলুদা আমাদের রক্তে মিশে আছে। সেই থাকাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আসুন এবং আবার ফেলুদার নস্টালজিয়ায় ভাসুন আমাদের সঙ্গে।' ফেলুদা সৌম্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি নিজে ফেলুদার চরিত্রে অভিনয় করছি, তাও স্টেজে। ফলে দর্শকদের প্রতিক্রিয়া কী সেটা কাছ থেকে দেখছি, তাই আলাদাই আনন্দ হচ্ছে। সর্বোপরি এই আড়াই ঘণ্টা আমি যে ফেলুদা হয়ে বাঁচছি সেটা আমার কাছে বড় পাওয়া। ফিভার এফএমের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য।'
আরও পড়ুন: মেয়েদের ফ্যাশন সেন্স নিয়ে জ্ঞান দিতে গিয়ে স্লাট শেমিংকে প্রশ্রয় দিয়ে ফেললেন মমতা শঙ্কর!
ফিভার এফএমের তরফে হঠাৎ থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করা হল কেন?
এই প্রশ্নের জবাবে ফিভারের কনটেন্ট হেড অরিন্দম চক্রবর্তী জানান, 'ফিভার এফএম এখন হ্যাপেনিং। কলকাতা এখন অহরহ বদলাচ্ছে। আর তার মধ্যে অন্যতম বদল হল নাটকের জনপ্রিয়তা আবার বাড়ছে। তাই এই থিয়েটার ফেস্টিভ্যাল। আর এটিকে EZCC তে আয়োজন করার কারণ হল আমরা চেয়েছিলাম এমন এক জায়গায় অনুষ্ঠানটি আয়োজন করতে যাতে যেখানে সচরাচর নাটক মঞ্চস্থ হয় না। তাই গোটা বিষয়টাকে আমরা একেবারে নতুনত্বের ছোঁয়া দিতে চেয়েছি।'
তাহলে আর কি! নাটকের পোকা হলে এই শনিবার গোলাপি মুক্তার রহস্য হয়ে যাক নাকি?