ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাল গালিচা মানেই ফ্যাশন আর স্টাইলের মামলায় একে অপরকে গোল দেওয়ার চেষ্টায় নায়িকারা। কাকে ছেড়ে কাকে দেখবেন সেই নিয়েই ধন্দে ফ্যানেরা। এমন চাঁদের হাট দেখে মুগ্ধ হওয়ারই কথা। একে একে হেঁটে আসছিলেন টলি তারকারা, আর প্রত্যেকের লুকই ছিল দেখার মতো।
শুক্রবার আইটিসি রয়্যাল বেঙ্গলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। কেউ সাবেকি সাজে নজর কাড়লে, আবার কেউ ওয়েস্টার্ন গাউনে দ্যুতি ছড়ালেন লাল গালিচায়। তবে এবার ফিল্মফেয়ারের মঞ্চে সবচেয়ে আলোচনায় থাকল মানামি ঘোষ ও দেবলীনা দত্তের লুক।
ফিল্মফেয়ারের লাল গালিচায় এদিনও আলোচনার কেন্দ্রে রাজ-শুভশ্রী জুটি। গত বছর নায়িকার পাশে ছিলেন না রাজ। এবার বরের হাত ধরে এন্ট্রি নিলেন অভিনেত্রী। কালো রঙা থাই চেরা অফ-শোল্ডার গাউনে মোহময়ী শুভশ্রী। কে বলবে মাত্র চার মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন? বেবি-ফ্যাট ঝরিয়ে হট অবতারে ইউভান-ইয়ালিনির মা।
সাদা শার্টের উপর কালো ব্লেজার চাপিয়ে শুভশ্রীর পাশে মানানসই রাজ। ছকভাঙা স্টাইলিংয়ে মাত দিলেন মনামী। নকশি কাঁথা আঁকা পিঠখোলা গাউনে অপরূপা টলিউডের এই ‘এজলেস বিউটি’। লাল ফিঁতে দিয়ে বাঁধা বেড়া বিনুনি, পিঠে চন্দন দিয়ে লেখা নকশি-কাঁথা নিয়ে বিশেষ বার্তা। মনামির খোলা পিঠে লেখা ইব্রাহিম আরাফাতের কবিতার বাছাই করা লাইন-'অস্ফুট সেই না বলা কথা, মনের আবেগের হারানো ব্যাথা, আঁকে আর লিখে শোক গাঁথা, কত স্বপ্ন দিয়ে বোনে নকশি কাঁথা'। বাংলর লোকশিল্পকে প্রচার করে চর্চায় মনামি।
দেবলীনা দত্তর সাজ নিয়ে এদিন চলল বিশেষ আলোচনা। সাদা গোলাপে বক্ষযুগল ঢেকে লাল লাগিচায় দেবলীনা। উরু চেরা অফ-শোল্ডার গাউনে দেবলীনাকে দেখে অনেকেই বললেন, উরফি জাভেদের থেকে অনুপ্রেরণা নিয়েছেন নায়িকা। কেউ আবার সরাসরি তুলনা টেনে বসলেন।
জয়া আহসান, তাসনিয়া ফারিন, গার্গী রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায়রা অবশ্য ‘শাড়িতেই সুন্দর বঙ্গ নারী’র বার্তা দিলেন ফিল্ম ফেয়ারের মঞ্চে। সাদা ঢাকাই জামদানিতে দেখা মিলল জয়ার। হ্যান্ডলুম শাড়িতে নজরকাড়া স্বস্তিকা।

'মিঠাইরানি' সৌমিতৃষা কুণ্ডুর দেখা মিলল হলুদ শাড়িতে, লাল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। ফিল্মফেয়ারে হাজির হয়েছিলেন বনি-কৌশানি, অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিও। তাঁরা পারফর্মও করেছেন এদিনে রাতে। পিছিয়ে ছিলেন না টলিউডের পুরুষ-বিগ্রেডও। পরমব্রত, প্রসেনজিৎরা বন্ধগলায় ঝলমল করলেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত। সদ্য বিবাহিত সৌরভ দাস এবং সৌরসেনী মিত্র।
বনি-কৌশানি, অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি ছাড়াও পারফর্ম করলেন শ্রাবন্তী-কোয়েল।পুরস্কারের দৌড়ে বাজিমাত করল টিম ‘মায়ার জঞ্জাল’ ও ‘শেষপাতা’।