বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক হলেন রাম গোপাল ভার্মা। একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন তিনি। তবে এদিন তিনি একেবারে অন্য একটি কারণ উঠে এলেন খবরের শিরোনামে। একজন মহিলার গায়ে মদ ঢেলে দিয়েছেন পরিচালক।
মহিলার গায়ে মদ ঢাললেন রাম গোপাল ভার্মা
কিছুদিন আগে অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ রাম গোপাল ভার্মার ছবি ব্যহামের জন্য মামলা দায়ের করেছিলেন। সেখানে নারা লোকেশের জয় হয়েছে। প্রতিপক্ষের সেই জয় উদযাপন করতে গিয়েই এক মহিলার সঙ্গে নাচতে নাচতে তিনি তাঁর গায়ে মদ ঢেলে দেন। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'নারা লোকেশের জয় উদযাপন করছি। তবে আমার জয়ের উদযাপন আরও ১০০ গুণ বেশি হবে।'
আরও পড়ুন: সতীশ কৌশিক, নীতিন দেশাই: ২০২৩ সালে কোন কোন বলি ব্যক্তিত্ব চলে গেলেন না ফেরার দেশে?
প্রসঙ্গত এই ব্যহ্যাম ছবিটিতে নাকি হালকা ভাবে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডির জীবন দেখানো হয়েছে। এটি ২৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র সাসপেন্ড করে দেয়। আগামী তিন সপ্তাহের জন্য এই সাসপেনশন থাকবে বলেই জানা গিয়েছে।
রাম গোপাল ভার্মার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে সাদা শার্ট পরে একটি নাইট ক্লাবে নাচতে দেখা যাচ্ছে। প্রথম সেই ভিডিয়ো পোস্ট করার পর তিনি ফের আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি সেই মেয়েটির পরিচয় প্রকাশ্যে আনেন। জানান তাঁর নামও।
নারা লোকেশ তাঁর করা মামলায় জানিয়েছেন এই ছবিতে নাকি জগমোহন রেড্ডির জীবনকে ভুল ভাবে দেখানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে এই ছবির পরিচালক এবং প্রযোজক তাঁর বাবার অধিকার লঙ্ঘন করেছেন। এই ছবিতে আজমল আমির, মনসা রাধাকৃষ্ণন আছেন। এটি ওটিটিতে ।মুক্তি পাবে, বড় পর্দায় নয়।