কুড়ির কোঠা পার করবার আগেই বিয়ে করেছেন, তবে সংসার টেকেনি বাংলা টেলিভিশনের এই সব নায়িকাদের। এখন কেউ ডিভোর্সি তো কেউ আবার নতুন জীবন শুরু করেছেন মনের মানুষ দ্বিতীয়বার খুঁজে নিয়ে।
1/11টেলিভিশনের সুবাদে নাম-খ্যাতি-যশ সবই পেয়েছেন টেলিপাড়ার এই নায়িকারা। কেরিয়ারে সাফল্য এলেও অল্প বয়সেই ব্যক্তিগত জীবনে গভীর ধাক্কা খেয়েছেন এই টেলি সুন্দরীরা। স্টার জলসার এই সকল নায়িকার অল্প বয়সেই বিয়ে করলেও সংসার টেকেনি!
2/11বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম সোনামণি সাহা। প্রতীক সেনের সঙ্গে সোনামণির কেমিস্ট্রি নিয়ে চর্চার শেষ নেই টলিগঞ্জে। তবে টেলিভিশন কেরিয়ার শুরুর আগেই বিয়ে করেছিলেন ‘একা দোক্কা’র রাধিকা। যদিও দাম্পত্য সম্পর্কে ভেঙেছে তিন বছর আগেই। (ছবি-ফেসবুক)
3/11২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু ২০১৯ সালের শেষের দিকেই ছাদ আলাদা হয় দুজনের।
4/11এই মুহূর্তে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তিয়াসাকে (Tiyasha Lepcha)। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সঙ্গে কেরিয়ার শুরু অভিনেত্রীর। প্রাক্তন স্বামী সুবান রায়ের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিয়াসা।
5/11২০১৭ সালে সুবান রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিয়াসা। তখন নায়িকা সবে ১৮! বছর কয়েক যেতে না যেতেই অভিনেতা স্বামীর সঙ্গে মতবিরোধ দেখা যায় তিয়াসার। অনেকেই অবশ্য কটাক্ষের সুরে বলেছিল, ‘সাফল্যের জেরে মাথা ঘুরে গিয়েছে তিয়াসার’। ২০২১ সালে সুবানের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন তিয়াসা। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ডিভোর্স পাকা হয় তিয়াসা-সুবানের।
6/11টেলিভিশন ছেড়েছেন মধুমিতা। এখন তিনি রুপোলি পর্দার নায়িকা। তবে ‘বোঝে না সে বোঝে না’র সুবাদে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন তা ভোলার নয়। এই সিরিয়াল চলাকালীনই সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে (২০১৫) সেরে নিয়েছিলেন ‘পাখি’। তখন মধুমিতা সবে ১৯!
7/11টেলিভিশনের আদর্শ দম্পতি হিসাবে পরিচিত সৌরভ-মধুমিতার দাম্পত্যে আচমকাই ভাঙনের খবর শোনা যায় ২০১৯ সালে। এখন পথ আলাদা হয়েছে দুজনেরই। মাঝে সৌরভ দাসের সঙ্গে মধুমিতার প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল, যদিও অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন তিনি সিঙ্গেল।
8/11‘বউ কথা কও’এর মৌরী হিসাবে রাতারাতি সুপরাস্টারের তকমা পান মানালি। মাত্র ২২ বছর বয়সে গায়ক সপ্তককে বিয়ে (২০১২) করেছিলেন অভিনেত্রী। তবে চার বছর পর ভেঙে যায় সেই বিয়ে।
9/11পুরোনো সম্পর্কের যন্ত্রণা ভুলে অল্পদিনের মধ্যেই প্রেমে পড়েন ‘ধুলোকণা’র ফুলঝুরি। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে ২০২১ সালের ১৫ই অগস্ট বিয়ে করেন অভিনেত্রী।
10/11এই মুহূর্তে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। খুব অল্প বয়সেই বাস্তবে ‘গাঁটছড়া’ বেঁধেছিলেন অভিনেত্রী। ২০১৭ সালে নিউজিল্য়ান্ডে কর্মরত শাক্য বসুকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। এরপর অভিনয় ছেড়ে কিছুদিন সেদেশেই পাকাপাকিভাবে ছিলেন।
11/11শোলাঙ্কি-শাক্য়র সংসার ভেঙেছে, এমন গুঞ্জন বহু বছরের। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পিকটি নট শোলাঙ্কি। অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন নায়িকা, এমন ফিসফিসানিও শোনা যাচ্ছে। (ছবি-টুইটার)