প্রত্যেক বছরের মতো এবারও গণেশ বন্দনায় মজে সলমন খানের পরিবার। রীতি মেনে এবারও বাড়িতে গণেশ আনলেন সলমনের আদরের ছোট বোন অর্পিতা খান শর্মা। মঙ্গলবার গণেশ চতুর্থীতে অর্পিতার সঙ্গে গণেশ বন্দনায় মাতলেন মা সলমা খান, বড় দিদি অলভিরা অগ্নিহোত্রী।
এদিন গণেশ পুজোর সময় অলভিরা ও অর্পিতাকে একই ডিজাইনের ভিন্ন রঙের সালোয়ার কুর্তাতে দেখা যায়। অর্পিতাকে গোলাপি, অলভিরাকে হলুদ-সবুজ, আর সলমা খানকে সাদা রঙের সালোয়ার কামিজে এদিন দেখা যায়। গণপতি বাপ্পাকে বাড়িতে আনার সময় আরতির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। প্রসঙ্গত, বহু বছর ধরেই সলমন খানের বাড়িতে গণপতি আরাধনা হয়ে থাকে, প্রথমে এই পুজো সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই হত। তবে পরে বোন অর্পিতার আবদারে এই পুজো বেশ কয়েকবছর তাঁর বাড়িতেই হচ্ছে। সেখানেই সামিল হয় গোটা খান পরিবার। উপস্থিত থাকেন ভাইজান নিজেও, সঙ্গে আমন্ত্রিত থাকে বলি পড়ার বহু তারকা।
আরও পড়ুন-মার্কিন মুলুকেও শাহরুখ রাজত্ব, আমেরিকার বক্স অফিসে সেরা ৫-এ 'জওয়ান'
এদিকে মুম্বইয়ে প্রত্যেক বছরই ঘটা করে গণেশ আরাধনা হয়ে থাকে। বহু বলি তারকাই নিজের বাড়িতে গণেশ পুজো করেন। মঙ্গলবার গণেশ চতুর্থী উপলক্ষে বহু তারকাকেই শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে। এদিন অজয় দেবগন একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘দুঃখ হর্তা, সুখ কর্তা, বুদ্ধি বিধাতা। শুধু এই দিন নয়, প্রতিটি দিনই শুরু হোক বাপ্পার আশীর্বাদে। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা (হাত ভাঁজ করা ইমোজি)। গণপতি বাপ্পা মোরেয়া!!’
অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, টযেহেতু আমরা আজকে আমাদের বাড়িতে এবং হৃদয়ে ভগবান গণেশকে স্বাগত জানাই, তিনি যেন সকল বাধা দূর করে আমাদের জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। গণপতি বাপ্পা মোরিয়া! আপনাদের সকলকে গণেশ চতুর্থীর (হাত ভাঁজ করে) শুভেচ্ছা জানাই। ইমোজি)'। অন্যদিকে সুনীল শেট্টি টুইট করেছেন, ‘গণপতি বাপ্পার আগমন আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান নিয়ে আসুক। সকলকে একটা আনন্দদায়ক ও শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা!' সঞ্জয় দত্ত, কার্তিক আরিয়ান, অনুষ্কা শর্মা ও নীল নীতিন মুকেশ সহ অন্যান্য তাঁদের তাদের ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।