শনিবার, ১৬ই সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বিয়ের ছ-বছর পর গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া, দ্বিতীয়বার ঠাকুর্দা হলেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। গৌরর-ঋদ্ধিমার সোশ্যাল মিডিয়ার দেওয়াল শুভেচ্ছায় ভরে উঠেছে। নতুন সদস্যের আগমনের পর থেকেই অনুরাগীরা উদগ্রীব তাঁর নাম জানতে। অবশেষে ছেলের নাম জানিয়ে দিলেন গৌরব-ঋদ্ধিমা। আরও পড়ুন-সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা, দাদু হলেন সব্যসাচী! গৌরবের কোলে ছেলে এল না মেয়ে?
ছেলের নামকরণ করলেন গৌরব-ঋদ্ধিমা
শনিবার ছেলের জন্ম দিলেও তারকা দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক বার্তা মেলেনি। রবিবার দুপুর বেলা মিষ্টি ছড়া শেয়ার করে ছেলের নাম জানালেন দুজনে। ইনস্টাগ্রাম পোস্টে যৌথ বিবৃতিতে বাবা-মা হওয়ার উত্তেজনা ভাগ করে জুটি লেখেন- 'গতকাল আমাদের পৃথিবীতে এক নতুন আলো এল। আমাদের ছেলে। ওর জীবনের যাত্রাপথ আনন্দে ভরে উঠুক। জীবনে যেন অনেক বড় হয় এবং নিজের জীবনের একটা সুন্দর গল্প লিখতে পারে। এই পৃথিবীত যেন নিজের ছাপ রাখতে পারে। তোমায় খুব ভালোবাসি ‘ধীর’ (Dheer)। হ্যাঁ, ছেলের এই মিষ্টি নামটি রেখেছেন নতুন বাবা-মা।
ধীর নামের অর্থ কী?
ধীর শব্দের অর্থ হল ভদ্র অথবা স্থিরবুদ্ধি সম্পন্ন ব্য়ক্তি কিংবা বিবেচক। জ্ঞানী কিংবা শান্ত বোঝাতেও 'ধীর' শব্দ ব্যবহার হয়। হিন্দু শিশুদের এই নাম রাখা হয়।
ছেলের নামের সঙ্গে একটি মিষ্টি ইংরাজি ছড়াও শেয়ার করে নিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। যার বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়-
'ছোট্ট ছোট্ট হাই আর ঘুমন্ত দীর্ঘ নিঃশ্বাস
ছড়ার বুলি আর ঘুমপাড়ানি গান
আমাদের জীবনে আনন্দের জোয়ার নিয়ে এল নতুন প্রাণ
উফঃ কী আনন্দ! আমাদের ঘরে এসেছে পুত্রসন্তান'।
নতুন বাবা-মা'কে তারকাদের শুভেচ্ছা
গৌরব-ঋদ্ধিমা এখন সপ্তম স্বর্গে রয়েছেন। নতুন বাবা-মা'কে অভিনন্দন আর শুভেচ্ছায় মুড়ে দিলেন টলিপাড়ার সহকর্মী-বন্ধুরা। নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সন্দীপ্তা সেন, ঋতুপর্ণা সেনগুপ্তরা ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ২৮শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। বিয়ের ছয় বছর পর দুই থেকে তিন হলেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের আগমনে আহ্লাদে আটখানা জুটি। চলতি বছর পয়লা বৈশাখে অর্থাৎ এপ্রিল মাসে প্রেগন্যান্সি নিউজ জানিয়েছিলেন ‘সত্যবতী’ ঋদ্ধিমা।
দেখতে দেখতে ভালোবাসার সফরের ১৩ বছর পার করে ফেলেছেন এই জুটি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা দুজনের। সালটা ২০১০। প্রথম দেখাতেই পরস্পরের প্রেমে পড়েছিলেন দুজনে। এরপর দীর্ঘ ১৩ বছর একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন গৌরব-ঋদ্ধিমা। এবার দুই থেকে তিন হলেন তাঁরা।