গোবিন্দা মানেই ভরপুর এন্টারটেইনমেন্ট। সে অভিনয় বলুন কিংবা নাচ বা অন্য কিছু। তাঁর ছবিতে বিনোদনের সমস্ত মশলাই থাকত। ‘জোড়ি নম্বর ১’, ‘হাসিনা মান জায়েগি’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ইত্যাদি ছবির মাধ্যমে তিনি ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একটা সময় রুপোলি পর্দায় যে তিনি রাজ করে বেড়িয়েছেন এ কথা মানতেই হবে। তাঁর সঙ্গে তাঁর প্রতিটি সহ অভিনেত্রীর রসায়ন অত্যন্ত ভালো ছিল। তবে অভিনেতার বিশেষ পছন্দ মাধুরীকে। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন সুনিতা অর্থাৎ তাঁর স্ত্রী না থাকলে তিনি হয়তো মাধুরীর সঙ্গেই প্রেম করতেন।
বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে গোবিন্দা সম্প্রতি তাঁর মনের কথা জাহির করলেন। এই সাক্ষাৎকারে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সুনিতাও ছিলেন। এখানে তাঁরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলছিলেন। সেখানে সুনিতাকে জিজ্ঞেস করা হয় তাঁর স্বামীর পছন্দের অভিনেত্রী কে? কালবিলম্ব না করে তিনি উত্তর দেন, 'মাধুরী।' অভিনেতাও তাঁর উত্তরে মাধুরী এবং রেখার নাম লিখেছিলেন।
এদিন গোবিন্দা রবিনা বা জুহি চাওলার মতো সহ অভিনেত্রীদের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'এই মানুষগুলোর কত বছরের কেরিয়ার বলুন তো! ওঁরা কত সুন্দর বলুন তো! আসলে যাঁরা ভিতর থেকে সুন্দর হয় না তাঁদের সৌন্দর্য কোনওদিন কমে না। আপনি যদি এঁদের দেখেন দেখবেন এঁরা সেই আগের মতো একই রকম সুন্দর রয়ে গিয়েছেন।'
এরপর মাধুরীকে নিয়ে মনের ভাব প্রকাশ করেন তিনি। বলেন, 'সুনিতা না থাকলে আমি মাধুরীর উপর নজর দিতামই। প্রেম করার চেষ্টা করতাম।' প্রসঙ্গত গোবিন্দা এবং মাধুরী পাপ কা অন্ত, মহা সংগ্রাম, ইজ্জতদার, ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।
প্রসঙ্গত এদিন সুনিতাকে আরও জিজ্ঞেস করা হয় যে গোবিন্দার পছন্দের কাজ কোনটা? তিনি বলেন ‘হত্যা’। গোবিন্দা এই ছবিটার সঙ্গে ‘হাসিনা মান জায়গি’, এবং ‘স্বর্গ’-র কথাও উল্লেখ করেন। ফলে বোঝাই যাচ্ছে স্বামীকে সত্যিই বেশ ভালো চেনেন গোবিন্দা পত্নী।