বাংলা টেলিভিশন জগতের সুপরিচিত মুখ অ্যানমেরি টম। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় এই অভিনেত্রী। তবে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ শরীর নিয়ে করছিলেন শ্যুটিং। ৩ অক্টোবর ভর্তি হয়েছেন হাসপাতালে।
এক সংবাদমাধ্যমকে অ্যানমেরির বাবা টম ম্যাথিউ জানান, ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেইজন্য তাঁকে শহরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। সুস্থ হয়ে ফের ফিরবেন কাজে।
২০২১ সালে গ্রামের রানি বীণাপানির মাধ্যমে টেলিভিশনের জগতে কাজ শুরু অ্যানমেরি টমের। সেই সিরিয়ালে তাঁর বিপরীতে ছিলেন হানি বাফনা। তারপর তাঁকে দেখা যাচ্ছে কালার্স বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিকে। ধারাবাহিকের সঙ্গে সিনেমাতেও দেখা যাবে অ্যানাকে খুব জলদি। অরিত্র বন্দ্যোপাধ্যায়ের সিনেমাতে কাজ করছেন। একলব্য আসবে ইউটিউবে। নায়ক চরিত্রে থাকছেন তাতে দেবতনু।
এদিকে অ্যানার শরীরখারাপের খবর মিলতেই বূেশ চিন্তায় তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করে নিচ্ছেন।
অ্যানমেরি টমের বাবা ম্যাথিউ টম মালয়ালি খ্রিস্টান। বাড়ি কেরালায়। সেখানেই থাকে তাঁর পরিবার। যদিও মা সুমিতা টম বাঙালি। দুই পরিবারেরই ঐতিহ্য বহন করছেন অ্যানা। ছোটবেলায় পড়াশোনা করেন কেরালার আলফনসা ইংলিশ মিডিয়াম স্কুলে। এরপর কলকাতায় এসে ভর্তি হন ব্যারাকপুরের সেন্ট ক্ল্যারেট স্কুলে। সেখান থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ। এখনও ছুটিছাটা পেলেই চলে যান কেরালায় থাকা পরিবারের কাছে।
অভিনয়ের আগে চুটিয়ে করতেন মডেলিং। ব্যাকআপ ডান্সার হিসেবেও কাজ করেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী অ্যানমেরি। নাচই তাঁর প্রথম ভালোবাসা। অ্যানমেরির ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি নিজেকে ডান্সার ও কোরিওগ্রাফার হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। অ্যানা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একসময় প্রচুর অডিশন দেন তিনি। এমন নয়, ছোট থেকেই চোখে ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। তবে নাচ করতে যেমন ভালো লাগত, তেমনই ক্যামেরার সামনে থাকতেও। এভাবেই ভালোবেসে ফেলেন অভিনয়ের পেশাকে।