মুম্বইয়ের রাস্তায় অসুস্থ হয়ে পড়়েন এক পথচারী। ঘটনাটি আন্ধেরির। সেসময় সেখান দিয়েই যাচ্ছিলেন অভিনেতা গুরমিত চৌধুরী। পথচারীকে অসুস্থ হয়ে পড়ে যেতে দেখেই গাড়ি থেকে নেমে আসেন গুরমিত। ফুটপাতের উপর বসেই তাঁকে দ্রুত CPR (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিতে শুরু করেন অভিনেতা। ওই ব্যক্তিকে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর ছিল গুরমিতের।
সোশ্যাল মিডিয়ায় হাত ধরে উঠে এসেছে অভিনেতা গুরমিত চৌধুরীর ওই পথচারীকে সাহায্য করার ভিডিয়ো। যেখানে অভিনেতাকে ওই ব্যক্তির বুকে পাম্প করতে দেখা যাচ্ছে। আরও একজন ব্যক্তি তাঁর হাত-পা ঘষে দিচ্ছিলেন। স্থানীয়দের নিকটবর্তী ডাক্তার ডাকার কখা বলছিলেন গুরমিত। এরপর আরও অন্যান্য পথচারীদের সঙ্গে আলোচনা করে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গুরমিত চৌধুরী। অভিনেতা নিজেও সকলের সঙ্গে ওই ব্যক্তিকে ধরে গাড়িতে তুলতে সাহায্য করেন। এই উদ্যোগের জন্য এক ব্যক্তি গুরমিতকে ধন্যবাদও জানান।
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
এই ভিডিয়ো দেখে গুরমিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। এক নেটনাগরিক লিখেছেন, ‘গুরমিত প্রকৃতপক্ষেই হিরো’। আরও একজন CPR ঠিক কীভাবে দেওয়া উচিত জানিয়ে লিখেছেন, ‘সঠিকটা হল সিপিআর নিরবচ্ছিন্ন 30 কম্প্রেশন সহ হওয়া উচিত অর্থাৎ ২ শ্বাস। আর যতক্ষণ না রোগীর চেতনা ফিরছে বা হৃদস্পন্দন স্থিতিশীল হচ্ছে, এটা চালিয়ে যাওয়া উচিত। তবে গুরমিত যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এটা সকলেরই এখন জানা উচিত। সমাজে গুরমিতের মতো আরও লোকের প্রয়োজন। আমি মনে করি প্রত্যেকেরই বেসিক CPR দেওয়ার পদ্ধতি জানা উচিত কার দিন দিন কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা বাড়ছে। কেউ আবার যিনি ভিডিয়োটি তুলেছেন তার সমালোচনা করে লিখেছেন, ’আপনি সাহায্যের বদলে ভিডিয়ো করছিলেন!' কারোর আবার দাবি, ‘এধরনের ভিডিয়ো শেয়ার করা উচিত, যাতে মানুষের মধ্যে মানবিকতা ছড়ানো যায়।’ কারোর কথায়, 'গুরমিত চৌধুরী সত্যিই একজন ভালো মানুষ। অন্য অভিনেতা হলে হয়ত পাশ কাটিয়ে চলে যেতেন, বা শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েই ক্ষান্ত হতেন।'