বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Birthday: শাহরুখের জন্মদিনে মন্নতের সামনে উত্তাল ভিড়, ফাটল আতসবাজি, মাঝরাতেই এলেন কিং খান

Shah Rukh Khan Birthday: শাহরুখের জন্মদিনে মন্নতের সামনে উত্তাল ভিড়, ফাটল আতসবাজি, মাঝরাতেই এলেন কিং খান

জন্মদিনে মধ্যরাতেই মন্নতের ব্যালকনিতে এলেন কিং খান।

ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরনোর কিছু সময় পরেই শাহরুখ খানকে দেখার সাধ পূরণ হয়ে গেল মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকা জনতার। সঙ্গে কিং খান টুইটও এল। জন্মদিনের শুরুটা মন্দ হয়নি। আরেকবার কি দিনেরবেলা দেখা দেবেন কিং খান?

২ নভেম্বর মানেই উৎসব। আজ যে শাহরুখ খানের জন্মদিন। সেই মানুষটার জন্মদিন, যাকে ভগবানের আসনে বসিয়েছেন একাংশ। যাকে সামনাসামনি দেখতে বা একটু ছুঁতে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে আসেন অনুরাগীরা। আজ জন্মদিন বলিউডের বাদশার, সবার আদরের কিং খানের।

১ নভেম্বর বুধবার রাত থেকেই ভিড় জমেছিল মন্নতের বাইরে। এমনিতেই এই দুই দিন ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয় মহারাষ্ট্র সরকারকে। সবাই অপেক্ষায় থাকেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু।

রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।

শোনা যাচ্ছে, ২ নভেম্বর একটি ধামাকেদার জন্মদিনের পার্টি আয়োজন করেছেন শাহরুখ খান। যার নিমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে সলমন খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট-সহ বড় বড় তারকাদের।

জন্মদিনের রাতে মন্নতের বাইরে আসা এত অনুরাগীর ভিড় আবেগতাড়িত করেছে অভিনেতাকে। তিনি এক্স (আগের টুইটারে)-এ লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মন্নতের বাইরে জড়ো হয়েছেন। আমি এখজন নিছক অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’

কাজের সূত্রে, ২০২৩ সালে দুটো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। জিরো-র ব্যর্থতার পর চার বছরের বিরতি নিয়ে ফিরেই দুটো সিনেমা আনলেন, যা ব্যবসা করেছে ১০০০ কোটির উপরে। চলতি বছরের শুধু নয়, ভারতের বাজারে বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তালিকায় ১ নম্বরে জওয়ান, আর তিন নম্বরে রয়েছে পাঠান। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় তাঁর বছরের ৩ নম্বর সিনেমা ডাঙ্কি। যা পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখ খানের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। এছাড়াও রয়েছেন ভিকি কৌশল ও ধর্মেন্দ্র। 

 

বায়োস্কোপ খবর

Latest News

রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি 'মেহেন্দি লাগাকে রাখনা', বিয়ের আগে জমিয়ে নাচলেন সায়নদীপ-রূপসা IPL 2024-এ ধোনি কখনও হেরে রেগে যাননি, মিথ্যে বলেছেন হরভজন! CSK ফিজিওর বড় দাবি 'মালাবদল হবে আজ রাতে', বিয়ের আগে গায়ে হলুদে মাখামাখি সায়নদীপ-রূপসা ধর্ষণ রুখতে কেন আনতে হল অপরাজিতা বিল? কারণ বোঝাতে কলম ধরলেন মমতা দিতিপ্রিয়া নয়,অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে দেখা যাবে প্রয়াত টলি নায়কের কন্যাকে! ‘অস্বস্তিকর ...তাইনা?’ নির্যাতিতার প্রতীকী মূর্তির ছবি দিয়ে লিখলেন শ্রীলেখা সব পরীক্ষা হয়নি, বাংলাদেশে ফলাফল বের হবে এইচএসসির বোনাস দিলেও DA বাড়ল না আজ! কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? চিংড়ি খেতে ভালোবাসেন? শরীরের উপর কী প্রভাব ফেলে জানেন? দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.