তাঁকে এবং ক্রিকেটার শাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত। এমনটাই মনে করেন বাংলাদেশের চর্চিত তারকা হিরো আলম। সম্প্রতি দুবাই থেকে বাংলাদেশে ফিরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন হিরো আলম। কিন্তু কেন হঠাৎ এমন মনে হল তাঁর?
হিরো আলমের কথায়, 'আমাকে ও শাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম তাহলে কে আসামী পুলিশ তার সন্ধান পেত না। আমাদের জন্যই আসামীর সন্ধান পাওয়া গিয়েছে।' তবে হিরো আলমের দাবি, যতক্ষণ না আদালতের রায়ে আরভ খান দোষী সাব্যস্ত করা হচ্ছে, ততক্ষণ তাঁকে দোষী বলা যায় না। পাশাপাশি তাঁর প্রশ্ন আরভ খান খুনের মামলায় ৬ নম্বর অভিযুক্ত, বাকি ৫জনকে নিয়ে কেন কেউ কথা বলছেন না।
আরও পড়ুন-ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি, কী বলছেন বাংলাদেশের নেটনাগরিকরা?
আরও পড়ুন-কে বলবে বয়স ৭৪! গঙ্গার বেশে ব্যালে নৃত্যে মুগ্ধ করলেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী
আরও পড়ুন-তখন পূর্ণ গর্ভাবস্থা, আলিয়ার বেবি বাম্পের অদেখা ছবি পোস্ট করলেন মা সোনি রাজদান
সম্প্রতি দুবাইতে হিরো আলম এবং ক্রিকেটার শাকিব আল হাসান দুবাইতে বাংলাদেশের নাগরিক আরভ খানের গয়নার দোকান আরভ জুয়েলার্সের উদ্বোধনে গিয়েছিলেন। যে আরভ খান কিনা বাংলাদেশের পুলিশ কর্তা খুনে অভিযুক্ত। তবে শুধু পুলিশ কর্তা খুন নয়, আরভ খান নাকি বাংলাদেশে মোট ১২টি অপরাধমূলক মামলায় অভিযুক্ত। কেন তিনি আরভ খানের মত একজন খুনের মামলায় অভিযুক্তের গয়নার দোকানের উদ্বোধনে গেলেন? এপ্রশ্নে হিরো আলম বলেন, ‘আমাদের কেউ বাধা দেয় নি। পুলিশের তরফে আমাদের আগে থেকে যদি জানানো আরভ অভিযুক্ত তাহলে যেতাম না। আমাদের পুলিশ জানায় নি, বিমানবন্দরে বাধা দেওয়াও দেয়নি। এটা পুলিশের ভুল ছিল। আসলে পুলিশ নিজেও জানত না আরভ অভিযুক্ত, শিল্পীদের কেউই জানত না। আমরা ওঁর অনুষ্ঠানে দুবাইতে যাওয়ার পর বিষয়টা সামনে এসেছে।’
যদিও বাংলাদেশ পুলিশের দাবি, আরভ খান খুনের মামলায় অভিযুক্তি বিষয়টি শাকিব সহ অন্যান্যদের জানানো হয়েছে, তবে ওঁর বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এদিকে হিরো আলম জানিয়েছেন, বাংলাদেশ থেকে যে শিল্পীরা আরভের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন, তাঁদের সকলকেই বিমানভাড়া সহ, সাম্মানিক দেওয়া হয়েছে। যে টাকায় তিনি রমজানে গরিবদের জামাকাপড় কিনে দেবেন বলেও জানান। যদিও সেকথা অস্বীকার করেছেন অভিযুক্ত আরভ। তবে হিরো আলমের পাল্টা দাবি, 'আরভ খান মিথ্যা বলছেন, তিনি তো আমাদের আত্মীয় নন, বিনা পয়সায়, পারিশ্রমিকে কেন যাব ওঁর অনুষ্ঠানে?'