হলিউডে অভিনেতাদের ধর্মঘট। যা গত ৬৩ বছরে প্রথম। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে এই ধর্মঘট। একাধিক দাবিতে ধর্মঘটের পথে নামল অভিনেতাদের ইউনিয়ন। এই দাবিগুলির মধ্যে অন্যতম বেতন বৃদ্ধি করতে হবে, কাজের বিকল্প হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেছে নেওয়া যাবে না। গত মে মাস থেকেই অবশ্য এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন চিত্রনাট্যকার, গল্প লেখকরা। এবার তাতে যোগ দিলেন অভিনেতারাও।
সমস্যাগুলি নিয়ে বৃহস্পতিবার রাত থেকে স্টুডিওগুলির সঙ্গে আলোচনা ছিল অভিনেতাদের, তবে তা ভেস্তে যায়। আর এরপরই ধর্মঘটে চিত্রনাট্যকার ও কুশলীদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানান অভিনেতারা। ধর্মঘটে নামা হলিউডের অভিনেতাদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা SAG এবং AFTRA। SAG-AFTRA ইউনিয়নে রয়েছেন প্রায় ১ লক্ষ ৬০ হাজার শিল্পী। আর তাতে হলিউডের অভিনয় দুনিয়ায় বড়সর অচলাবস্থা তৈরি হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তারাষ্ট্রের একাধিক সিনেমা ও টেলিভিশনের একাধিক কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-এবার হিন্দি ছবিতে, ভাষা নিয়ে টেনশনে মধুমিতা সরকার! নাম 'ফর্জ', বিপরীতে কে?
আরও পড়ন-পর্দায় ফিরছে সেই ঘোতনের গল্প, ‘রেনবো জেলি ২’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অনির্বাণ!
এদিকে এই ধর্মঘটের কারণে সিলিয়ান মারফি, ম্যাট ডামোন, এনিলি ব্লান্টের মতো শিল্পীরা ক্রিস্টেফার নোলানের একটি ছবির প্রিমিয়ার থেকে লন্ডনে ফিরে গিয়েছেন। এদিকে এই ধর্মঘটের কারণে শুক্রবার সকালে অভিনেতা ও কলাকুশলীদের ক্যালিফোর্নিয়ায় নেটফ্লিক্সের সদর দফতর এবং প্যারামাউন্ট,ওয়ার্নার ব্রস, ডিজনির সামনে জড়ো হওয়ার কথা। এই ধর্মঘটের অভিনেতা, লেখক, চিত্রনাট্যকার ছাড়াও সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, স্টান্ট পারফর্মার, পাপেট এবং মোশন পিকচার নিয়ে যাঁরা কাজ করেন, সকলেই যোগ দিয়েছেন।
তাঁদের দাবি, ৩৫ বছরে ন্যূনতম বেতনের স্তরে সর্বোচ্চ শতাংশ হারে বৃদ্ধি, পেনশন এবং স্বাস্থ্যসেবা বিমাগুলতেও উল্লেখযোগ্য বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা দিতে হবে। বড় বাজেটের স্ট্রিমিং শো থেকে প্রদত্ত বিদেশী অবশিষ্টাংশে ৭৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। তাঁদের দাবি কোনওভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কম্পিউটার জেনারেটেড চেহারা বা কণ্ঠশিল্পীদের বদলে অন্যভাবে কিছু ব্যবহার করা যাবে না।
এদিকে শিল্পীরা আলোচনা থেকে সরে গিয়ে ধর্মঘটে নামায় হতাশ নেটফ্লিক্স ইনক (NFLX.O), ওয়াল্ট ডিজনি কো (DIS.N) এবং অন্যান্য কোম্পানির মতো প্রযোজনা সংস্থাগুলি।