বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan's New Advertisement: হৃতিকের গুগলি! মিঠে বলে নোনতা খাওয়াচ্ছেন অভিনেতা, কোথায় জানেন

Hrithik Roshan's New Advertisement: হৃতিকের গুগলি! মিঠে বলে নোনতা খাওয়াচ্ছেন অভিনেতা, কোথায় জানেন

নতুন ভূমিকায় হৃতিক। 

Hrithik Roshan's New Advertisement: নতুন এক ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। তিনি নাকি গুগলি দেবেন! জেনে নিন, কোথায়। 

নতুন ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। এবার তিনি নাকি গুগলি দেবেন। আর তাতেই কুপোকাত হবেন ভোজন রসিকরা। এমনই জানা গিয়েছে।

কী করতে চলেছেন হৃতিক? তিনি নাকি এক বিজ্ঞাপনে অভিনয় করতে চলেছেন। এবং যে কোম্পানির হয়ে তিনি কাজটি করবেন, সেটি আবার কলকাতারই কোম্পানি। এবার জেনে নেওয়া যাক, বিষয়টি কী।

সম্প্রতি জানা গিয়েছে, কলকাতার এক বিস্কুট প্রস্তুতকারী কোম্পানির হয়ে বিজ্ঞাপন করছেন হৃতিক। এই বিজ্ঞাপনের ট্যাগ লাইনই হল ‘টেস্ট উইথ আ টুইস্ট’। কেন এমন ট্যাগলাইন? এই বিস্কুটের স্বাদে নাকি আছে মিষ্টি আর নোনতার দারুণ ভারসাম্য। আ সেই কারণেই গুগলি।

ঠিক যেমন হৃতিকের নাচ। আর সেই কারণেই নাকি এই প্রচারের জন্য তাঁকেই বেছে নেওয়া হয়েছে। 

বিস্কুট প্রস্ততকারী এই সংস্থাটি, অর্থাৎ বিস্ক ফার্মের তরফে জানানো হয়েছে, হৃতিকের জনপ্রিয়তার কারণেই তাঁকে দিয়ে এই প্রচারের কথা ভাবা হয়েছে। দীর্ঘ দিন ধরেই নতুন স্বাদের বিস্কুট আনার কথা ভাবা হচ্ছিল এই কোম্পানির তরফে। আর সেই লক্ষ্যে এবার আনা হল এই গুগলি নামের বিস্কুটটি। আর তার জন্যই বেছে নেওয়া হয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হৃতিককে।

প্রায় ২৩টি রাজ্যে বিস্কুট সরবরাহ করে এই সংস্থা। তাঁদের নতুন স্বাদের বিস্কুটের জন্য দরকার সর্বভারতীয় কোনও তারকাকেই। আর সেই কারণেই তাঁরা হৃতিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন বলে জানিয়েছে।  

বন্ধ করুন