বাংলা নিউজ > বায়োস্কোপ > Income Tax Raid: ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে কোটি টাকা আয়, বাড়িতে হানা দিল ইনকাম ট্যাক্স অফিসাররা

Income Tax Raid: ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে কোটি টাকা আয়, বাড়িতে হানা দিল ইনকাম ট্যাক্স অফিসাররা

কোটি টাকার মালিক ইউটিউবারের বাড়িতে আয়কর দফতরের হানা

Income Tax Raid at Youtuber's House: ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে ১ কোটির বেশি উপার্জন করেছিলেন এই ইউপির ইউটিউবার। তাঁরই বাড়িতে আচমকা হানা দিল আয়কর দফতর।

সোশ্যাল মিডিয়া মূলত ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে ভিডিয়ো, রিলস পোস্ট করে জনপ্রিয় হওয়া যায়, প্রচুর ভিউজ পাওয়া যায় এমনটা মোটেই নয়। একই সঙ্গে বিপুল পরিমাণে অর্থও রোজগার করা সম্ভব। কিন্তু এই বিপুল পরিমাণ বলতে ঠিক কতটা? কোনও আন্দাজ? ২-৩ লাখ ভাবছেন? ধুস! এই ইউটিউবার ১ কোটি টাকার মতো আয় করছে কেবল ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে। কী চমকে উঠলেন? সম্প্রতি ইউপির এই ইউটিউবারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর।

NDTV এর রিপোর্ট অনুযায়ী তসলিম নামক এই ব্যক্তি নাকি অসৎ উপায়ে ১ কোটির বেশি টাকা আয় করছিলেন। যদিও এই দাবি মোটেই মানতে চাননি এই ইউটিউবারের বাড়ির লোকজন।

তসলিম আদতে উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা। তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি মূলত শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করে থাকেন। তাঁর এই চ্যানেলের নাম ট্রেডিং হাব ৩.০।

তসলিমের ভাই ফিরোজ জানিয়েছেন তাঁর দাদা ইউটিউবে ভিডিয়ো পোস্ট করে যে ১.২ কোটি টাকা আয় করেছে সেটার জন্য তিনি ৪ লাখ টাকা কর দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, 'আমরা কোনও অসৎ উপায়ে অর্থ রোজগার করি না। আমরা একটি ইউটিউব চ্যানেল চালাই, আর সেখান থেকেই আমরা ভালো অর্থ রোজগার করি। এই রেইড আদতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।'

একই দাবি এই ইউটিউবারের মায়ের। ছেলের উপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলেই তিনি জানান। যদিও আয়কর আধিকারিকরা জানিয়েছেন সেই ব্যক্তির বাড়ি থেকে নগদ ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আর এই টাকা বেআইনি পথেই রোজগার করা হয়েছে বলে তাঁদের কাছে খবর আছে বলেও জানান।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে এভাবে হানা দিয়েছে আয়কর দফতর। পিটিআই এর তরফে জানানো হয়েছে একাধিক এই ইউটিউবাররা তাঁদের যে আয় সেটার খতিয়ান জমা দিচ্ছেন না সঠিক ভাবে। অনেকেই আসল আয়ের থেকে অনেক কম আয় দেখাচ্ছে IT ফাইল করার সময়।

তবে এই ইউটিউবার বলুন বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলুন এঁদের সবার আয় কী বেসিসে ধরা হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কারও মতে এঁরা উদ্যোগপতি সেক্ষেত্রে ১ কোটি পেরোলে তবেই তাঁরা ট্যাক্স বা কর দিতে বাধ্য। কেউ কেউ আবার এই গোটা বিষয়ের অ আ ক খ কিছুই জানেন না। ফলে একটা সমস্যা কোথাও তৈরি হচ্ছে যে সেটা স্পষ্ট।

বায়োস্কোপ খবর

Latest News

হাসপাতালে রহস্য মৃত্যু ওড়িশার বিখ্যাত গায়িকা ২৭ বছর বয়সী রুকসানা বানোর! পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ভারতের মাটিতে প্রখম বাংলাদেশি হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওযার নজির মাহমুদের সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.