
Pawandeep Rajan: নতুন গাড়িতে অরুণিতা ও বন্ধুদের নিয়ে যাবেন কেদারনাথ, থাকবেন একসাথেই!
১ মিনিটে পড়ুন . Updated: 16 Aug 2021, 04:42 PM ISTআগে চুটিয়ে মজা করবেন, তারপর জমিয়ে করবেন কেরিয়ারের প্ল্যানিং।
আগে চুটিয়ে মজা করবেন, তারপর জমিয়ে করবেন কেরিয়ারের প্ল্যানিং।
‘ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা পবনদীপ রাজন ঠিক করে ফেলেছেন পুরস্কার হিসেবে জেতা গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবেন। সঙ্গে কারা থাকবে জানেন, শোয়ের অন্য প্রতিযোগীরা। পবনদীপের কথায় এতমাস একসঙ্গে থেকে তাঁরা পরিবারের মতো হয়ে গিয়েছেন। তাঁরা কেদারনাথের একটি রোড ট্রিপ প্ল্যান করেছেন। এখন সেটা কী করে বাস্তবে পরিণত করা যায় সেটাই দেখবেন।
এরপরের পরিকল্পনা? পবনদীপের কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান, আমরা সকলে মিলে ১০ দিনের একটা কেদারনাথ ট্রিপের পরিকল্পনা করেছি। আশা করি সেটা হবে। বাড়ির সবার সঙ্গেও কিছুটা সময় কাটাব। বাড়ির সবাইকে নিয়ে কিছু প্ল্যান করার ইচ্ছেও আছে। তারপর যখন মনে হবে অনেকটা বিশ্রাম পেয়ে গিয়েছি, ভবিষ্যতের পরিকল্পনা শুরু করব।’
‘ইন্ডিয়ান আইডল ১২’-র ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকা ও মারুতি সুইফট জিতেছেন পবনদীপ। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমরা ৬ ফাইনালিস্ট মিলে ১০ দিনের কেদারনাথ ট্রিপের প্ল্যান করেছি। তারপর গাড়িতে করে মা-বাবকেও ঘোরাব। তবে বন্ধুদের সাথে আগে ঘুরতে যেতে চাই। তার আগে অবশ্য সবাই বাড়ি যাব। পরিবারের সঙ্গে সময় কাটাব। তারপর কেদারনাথ যাব ও মুম্বই ফিরে সবাই এক বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে একসঙ্গে থাকব।’
প্রায় ৮ মাস ধরে চলার পর ১৫ অগস্ট মাঝরাতে বিজেতার নাম ঘোষণা করা হয়। যেখানে পবনদীপ জিতে নেন ট্রফি, সেখানে তাঁর ‘বিশেষ বান্ধবী’ অরুণিতা রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে সায়লী কাম্বলে, চার নম্বরে মহম্মদ দানিশ। এবং পঞ্চম ও ষষ্ঠ নম্বরে রয়েছেন নীহাল তাউরা ও শনমুখপ্রিয়া।