ইন্ডিয়ান আইডল ১৪ প্রায় এখন ফিনালের কাছাকাছি পৌঁছে গিয়েছে। জোরদার লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে। এমন সময় এই রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন জাভেদ আখতার। সেখানে তিনি বাংলার মেয়ে অনন্যার গান শুনে কী বললেন?
ইন্ডিয়ান আইডল ১৪ -তে জাভেদ আখতার
এদিন ইন্ডিয়ান আইডল ১৪ -তে জনপ্রিয় লিরিসিস্ট জাভেদ আখতার এসেছিলেন। তাঁর সামনে এদিন অনন্যা পাল ইয়ে কাঁহা আ গয়ে হাম গানটি গেয়ে শোনান। সিলসিলা ছবির এই গানটি মূলত লতা মঙ্গেশকরের গাওয়া। গানটি লিখেছেন জাভেদ আখতার এবং কম্পোজ করেছিলেন শিব হরি জুটি। এই গানটি বাংলার অনন্যা পরিবেশন করার পরই জাভেদ খুব একটা খুশি হন না। বরং উল্টে তাঁকে এদিন তিনি বলেন, 'তোমার মধ্যে শিল্প আছে। তুমি জানো শিল্পটা। কিন্তু ক্রাফট শিখতে হবে আরও।'
আরও পড়ুন: বক্স অফিসে লাল সিং চাড্ডার ভরাডুবির পর ভেঙে পড়েন আমির! কিরণ বললেন, 'ওকে বাজে ভাবে প্রভাবিত...'
শুধুই কি তাই। যেহেতু এখন সামনে ফিনালে এগিয়ে এসেছে তাই তিনি এই মঞ্চে বসে নিজেই প্রতিযোগীদের পরখ করে নিতে চাইলেন একেবারে আতস কাচের তলায় ফেলে। এবং তারপরই তিনি তাঁদের গান নিয়ে একটি বিশেষ শিক্ষাও দিলেন এদিন।
প্রসঙ্গত ইতিমধ্যেই এবারের স্পেশাল প্রতিযোগী, দৃষ্টিহীন মেনুকা বাদ হয়ে গিয়েছেন। বাদ পড়েছেন উৎকর্ষও। তাঁদের দুজনের এই এলিমিনেশন মোটেই ভালো ভাবে নেয়নি অনেকেই। তাঁরা বেজায় ক্ষুব্ধ ইন্ডিয়ান আইডল ১৪ এর দর্শকদের উপর।
আরও পড়ুন: 'কী দারুণ একটা ভাইব!' ফের ট্রিঙ্কাসে ঊষা উথুপ! পদ্মভূষণ প্রাপকের সঙ্গে গলা মেলালেন অতিথিরাও
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন এই ভিডিয়োতে কমেন্ট করেন, 'অসহ্য শো একটা ইন্ডিয়ান আইডল। মেনুকা এবং উৎকর্ষকে বাদ দিয়ে দিল।' কেউ লেখেন, 'এক চোখামি চলছে এখানে। মেনুকাকে অকারণ বাদ দিল।' তবে এবার এখনও পর্যন্ত ফাইনালের দৌড়ে বাংলার একাধিক প্রতিযোগী টিকে আছেন। এঁরা হলেন শুভদীপ দাস, অনন্যা পাল, প্রমুখ।
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।