ভ্যালেন্টাইন্স উইক চলছে। চারিদিকে এখন খালিই প্রেম প্রেম গন্ধ। আর সেই উপলক্ষ্যে দাদাগিরি ১০ -এ আয়োজন করা হয়েছিল দম্পতিদের নিয়ে একটি বিশেষ পর্ব। সেখানে এসেই এক প্রতিযোগী জানালেন তাঁর স্বামী তাঁর জন্য, তাঁকে বাঁচাতে সত্যিই জীবন বাজি রেখেছিলেন নিজেকে।
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহিত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন দূরে গিয়েছিলেন 'চারুলতা'?
দাদাগিরি ১০ -এ ভ্যালেন্টাইন্স সপ্তাহে দম্পতিরা
এদিন দাদাগিরি ১০ -এ খেলতে এসেছিলেন দম্পতিরা। বিভিন্ন বয়সের দম্পতিরা এদিন সৌরভের সঙ্গে দাদাগিরি করেন, জানান নিজেদের জীবনের নানা গল্পও। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার চিনার পার্কের বাসিন্দা সন্দীপন এবং অর্পিতা। তাঁরা এদিন খেলতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁদের জীবনের এক রোমহর্ষক কাহিনি শোনান। সেই কথা শুনে রীতিমত শিউরে ওঠেন সৌরভ।
আরও পড়ুন: 'সময় সাক্ষী... সব যন্ত্রণা বিশ্বাসঘাতকতার', প্রেমের সপ্তাহে বিষাদ ভরা পোস্ট রণজয়ের, মিস করছেন সোহিনীকে?
অর্পিতা এশিয়ান এসে বলেন, 'কথায় বলে না জীবন বাজি রাখা। ও সত্যিই আমার জন্য জীবন বাজি রেখেছিল। আমরা গোয়ায় ঘুরতে গিয়েছিলাম যখন তখন আমি দুধসাগর ফলসে পড়ে যাই। ও কিছু না ভেবেই ঝাঁপ দেয় তখন আমায় বাঁচানোর জন্য। কিন্তু ও নিজেও সাঁতার জানত না।' এরপর সন্দীপন বলেন, 'ওখানে যাঁরা আমাদের প্রাণে বাঁচিয়েছিলেন, দুজন ডুবুরি ছিলেন, তাঁরা আমায় খুব ধমক দিয়েছিল যে আপনি লাফিয়ে যে জলে নামলেন তাতে কী করতে পারতেন? বাঁচাতে পারতেন? কিন্তু তখন কিছু মাথায় আসেনি।' তাঁদের এই গল্প শুনে চমকে ওঠেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এরপর সন্দীপন জানান তাঁর স্ত্রী সেলফি তুলতে গিয়েই এই বিপত্তি ঘটিয়েছেন।
আরও পড়ুন: 'কী দারুণ একটা ভাইব!' ফের ট্রিঙ্কাসে ঊষা উথুপ! পদ্মভূষণ প্রাপকের সঙ্গে গলা মেলালেন অতিথিরাও
আরও পড়ুন: প্রেমের সপ্তাহেই টুকটুকে লাল বেনারসি পরে ছাদনাতলায়! বিয়ে করলেন সারেগামাপার সমদীপ্তা
দাদাগিরি প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।